Lok Sabha Elections 2024: অভিষেককে হারাতে ঐক্যবদ্ধ বিরোধীরা, লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে নৌশাদকে নামানোর পরিকল্পনা
Nawsad Siddique: ডায়মন্ড হারবার অভিষেকের নির্বাচনী কেন্দ্র হিসেবেই পরিচিত। ২০১৪ সাল থেকে সেখানকার সাংসদ তিনি।
সুদীপ্ত আচার্য, আশিস বাগচী ও উজ্জ্বল মুখোপাধ্যায়: লোকসভা নির্বাচনে জমজমাট লড়াই হতে পারে ডায়মন্ড হারবারে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে সেখানে প্রার্থী হতে পারেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nawsad Siddique)। বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী হিসেবে সেখানে অভিষেকের বিরুদ্ধে তিনি লড়াইয়ে নামতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। সেই জল্পনায় ইন্ধন জুগিয়েছেন খোদ নৌশাদই। জানিয়েছেন, দলের অনুমোদন থাকলে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লড়তে আপত্তি নেই তাঁর। (Lok Sabha Elections 2024)
ডায়মন্ড হারবার অভিষেকের নির্বাচনী কেন্দ্র হিসেবেই পরিচিত। ২০১৪ সাল থেকে সেখানকার সাংসদ তিনি। সেখানেই এবার তাঁকে টেক্কা দিতে প্রস্তুত নৌশাদ। অভিষেককে হারানো নিয়ে আত্মবিশ্বাসীই তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। নৌশাদের বক্তব্য, "মানুষ সঠিক ভাবে ভোট দিলে, পরাজিত হয়ে কালীঘাটে ফিরে আসবেন অভিষেক।"
তাৎপর্যপূর্ণ ভাবে, ডায়মন্ড হারবারে অভিষেককে হারানোরক ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এমনকি ডায়মন্ড হারবার আসনটি ISF-কে ছেড়ে দেওয়া হয়ে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। তাঁর কথায়, "ডায়মন্ড হারবারে ISF যদি দাঁড়ায়, তাহলে খোকাবাবুর বিপদের সম্ভাবনা প্রবল। আমার কাছে এমনই খবর রয়েছে। স্বাভাবীক ভাবে ISF-এর কেউ ওখানে প্রার্থী হওয়া মানে আগামী দিনে খোকাবাবুর জয়ের পথে বড় অন্তরায় তৈরি হবে অবশ্যই।"
তিনি নিজেও ডায়মন্ড হারবারে লড়তে চান বলে জানিয়েছেন নৌশাদ। বলেন, "ডায়মন্ড হারবারের জন্য আমি নিজে দলকে প্রস্তাব দিয়েছি। দল যদি অনুমোদন দেয়, তাহলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে প্রতিনিধিত্ব করব আমি। দলের অনুমোদন পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করব।"
ডায়মন্ড হারবারে সংখ্যালঘু ভোট প্রায় ৫০ শতাংশ। সেই অঙ্ককে সামনে রেখেই অভিষেকের বিরুদ্ধে নৌশাদকে প্রার্থী করতে আগ্রহী বিরোধীরা। অভিষেককে পরাজিত করার লক্ষ্যেই একজোটে নৌশাদকে প্রার্থী করতে সায় রয়েছে বিজেপি-রও। তাই শুভেন্দু বলেন, "আমি তো বলছি, ভাইপোকে ডায়মন্ড হারবারে হারাব। অন্য লোককে দাঁড় করিয়ে হারাব।"
যদিও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ তৃণমূল। দলের নেতা তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের বক্তব্য, "বিরোধী দলনেতাকে বলবেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ডায়মন্ড হারবারে দাঁড় করাতে। তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। এর পর অন্য কে দাঁড়ালেন, কে দাঁড়ালেন না, সেটা আদৌ প্রাসঙ্গিক বলে মনে হয় না আমার। অধীরবাবু এবং বিরোধী দলনেতা আমাদের সাহায্যই করেছেন। কারণ আমরা বার বার বলেছি, বাংলার মাটিতে অধীরবাবু বিজেপি-র সহযোগিতা করেন। আরও একবার তা প্রমাণিত হল।"
শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে নৌশাদ ভোটে দাঁড়ায় কিনা, তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে সেই সম্ভাবনা ঘিরেই পারদ চড়ছে রাজনীতির।