Loksabha Elections 2024 Results: "আরামবাগ লোকসভায় চুরি করে জিতেছে তৃণমূল," চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর
Arambagh: আরামবাগ লোকসভা আসনে জালিয়াতি করে জিতেছে তৃণমূল কংগ্রেস। সোমবার টুইট করে এই চাঞ্চল্যকর অভিযোগই করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা: সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) আরামবাগ আসনে (Arambagh Lok Sabha Constituency) চুরি করে জিতেছে তৃণমূল। সোমবার কিছু তথ্য প্রকাশ্যে এনে টুইট করে এই চাঞ্চল্যকর অভিযোগই করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (WB LoP Suvendu Adhikari)।
সোমবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু টুইট করেন, আরামবাগ লোকসভা কেন্দ্রে জয়ের ব্যবধান মাত্র ৬৩৯৯টি ভোট। দেখুন কীভাবে সেখানে নির্বাচনে চুরি করা হয়েছে। অ্যাসিসটেন্ট রিটানিং অফিসারের টেবিলে যে ট্যাবুলেশন শিট ছিল যেখান থেকে কাউন্টিং এজেন্টরা প্রাথমিকভাবে ইভিএম ডেটা সংগ্রহ করেন। তাতে দেখা যাচ্ছে যে হরিপাল বিধানসভার ২৩৬ নম্বর বুথে তৃণমূল প্রার্থী পেয়েছেন ২৫২টি ভোট আর বিজেপি পেয়েছে ২৫৪টি। কিন্তু অদ্ভুতভাবে ওই তথ্য যখন কম্পিউটার রুমে আপডেটের জন্য যায় এবং সেখান থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ওঠে তখন দেখা যায় হরিপাল বিধানসভার ২৩৬ নম্বর বুথে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৫৫২টি ভোট আর বিজেপি প্রার্থী পেয়েছেন ২৫৪টি ভোট।
The margin of victory in the Arambagh Lok Sabha Constituency is only 6399 votes.
— Suvendu Adhikari (@SuvenduWB) July 1, 2024
This is an illustration how the election was stolen.
The tabulation sheet of the ARO (Assistant Returning Officer) Table, where the EVM Data is primarily noted by the Counting Agents, shows the… pic.twitter.com/vV90ZKihGK
আরও পড়ুন: Vistadome Coach: পর্যটকদের জন্য সুখবর, হাওড়া-এনজেপি শতাব্দী এক্সপ্রেসে জুড়ল ভিস্টাডোম কোচ
তাঁর দাবি, এখানকার মতো অন্য জায়গাতেও একই ঘটনা ঘটেছে। স্বচ্ছভাবে ভোট গণনা হলে এখানে জয়ী হত বিজেপি প্রার্থীই। একটি রাজনৈতিক দল বিধানসভা ভিত্তিক কাউন্টিং রুমের এআরও টেবিল পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। ডেটা রুম থেকে বেরিয়ে যাওয়ার পরেও যদি জালিয়াতি হয়ে থাকে তাহলে একজন প্রার্থী কী করতে পারেন। এই ঘটনা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকা আধিকারিকরা যদি বিক্রি হয়ে যায় তাহলে কার কী করার আছে। সেই পশ্চিমবঙ্গে আপনাদের স্বাগত জানাই যেখানে গণনা শেষ হওয়ার পরেও নির্বাচনের ফলাফল বদলে যেতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।