LPG With Aadhaar Link : যেন রেলগাড়ি !' রাত থাকতে গ্যাস-আধার লিঙ্কের লম্বা লাইন, অভিযোগ হয়রানির
Gas With Aadhaar Link : কোথাও সকাল থেকে, কোথাও আবার ভোরের আগে থেকেই গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলির অফিসের সামনে পড়েছে লম্বা লাইন।
সঞ্চয়ন মিত্র, শুভেন্দু ভট্টাচার্য, কমলকৃষ্ণ দে, পূর্ণেন্দু সিংহ, কলকাতা : গ্যাস সিলিন্ডারের কানেকশনের সঙ্গে যুক্ত করতে হবে আধার এই মাসের মধ্যেই। নইলে বড় ক্ষতি হতে পারে গ্রাহকের এমনটা ধারণা তৈরি হয়েছিল । ভর্তুকি পেতে গেলে বাধ্যতামূলকভাবে করাতে হবে বায়োমেট্রিক (Biometrics)। আপডেট। তার জন্য সময় বেঁধে দিয়েছে গ্যাস সিলিন্ডার ( Gas Cylinder ) সরবরাহকারী সংস্থাগুলি। ঘোষণা করা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট না করানো হলে বন্ধ হয়ে যাবে ভর্তুকি। আর তার শেষ তারিখ ৩১ ডিসেম্বর বলে ধারণা ছিল অনেকের। তাই এই সময়ের মধ্যে বায়োমেট্রিক আপডেট করাতে তাই শেষমুহূর্তে লাইনে দাঁড়াচ্ছেন শয়ে শয়ে মানুষ। তাই কোথাও সকাল থেকে, কোথাও আবার ভোরের আগে থেকেই গ্যাস সিলিন্ডার সরবরাহকারী সংস্থাগুলির অফিসের সামনে পড়েছে লম্বা লাইন। ব্যতিক্রম নয় কলকাতাও। গ্যাস-আধার অনলাইনে লিঙ্ক করা গেলেও, অনেকেই সেই সম্পর্কে ওয়াকিবহাল নন। তাই বেশিরভাগই নির্ভর করছেন এই অফিসগুলির উপর।
৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে বিভিন্ন গ্যাস সংস্থার ডিলারদের তরফে। কিন্তু তার পরও উদ্বেগ কাটছে না গ্রাহকদের। জেলায় জেলায় দেখা গেল সেই উদ্বেগের ছবিই।
কোচবিহারে রান্নার গ্যাসের বায়োমেট্রিক আপডেটের জন্য সকাল থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষায় রয়েছেন গ্রাহকরা। চরম হয়রানির শিকার হচ্ছেন বলেও অনেকের অভিযোগ । সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে অনেকেই ফিরে যাচ্ছেন লিংক না থাকায়, আবার পরের দিন এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। বিশেষত চরম সমস্যায় পড়েছেন বয়স্ক মানুষরা।
আরও পড়ুন :
গ্যাসের জন্য KYC করতে চাইছেন, লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই করা যাবে বিনামূল্যে ?
আবার বাঁকুড়া শহরেও দেখা গেল এমন ছবি। মাচানতলায় সকাল থেকেই গ্রাহকদের লম্বা লাইন ইন্ডিয়ান গ্যাস এজেন্সির দোকানের সামনে। সার্ভার ডাউন থাকার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। তাই দীর্ঘক্ষণ লাইন দিয়েও ঘুরে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। আবার অপেক্ষায় অপেক্ষায় দীর্ঘায়িত হচ্ছে লাইন।
বর্ধমানের মেমারিতেও গ্যাস অফিসের সামনে ভোরবেলা থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কেউ ভোর ৪ টে, কেউ ভোর ৫ টায় এসে লাইন দিয়েছেন ফুয়েল অফিসের সামনে। তারপরও ঠিকমতো লিঙ্ক করানো যাচ্ছে না বলে অভিযোগ করছেন অনেক গ্রাহকই। অনলাইন পরিষেবা ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে দাবি করছেন অনেক গ্রাহক।
৩১ শে মার্চ ২০২৪ পর্যন্ত এই প্রক্রিয়া চালু থাকবে বলে বলা হচ্ছে বারবার। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে আশ্বস্ত করছেন বিভিন্ন গ্যাস সংস্থার ডিলাররা। বয়স্কদের ক্ষেত্রে বাড়িতে গিয়েও নেওয়া হবে বায়োমেট্রিক লিঙ্ক, জানিয়েছেন ডিলাররাই। তাও কার্যত হুড়োহুড়ি পড়ে গিয়েছে গ্যাসের অফিসগুলির সামনে। তাদের ধারণা, হাতে মাত্র সপ্তাহ খানেক। তাই আপডেট দ্রুত বায়োমেট্রিকস আপডেট করাতে পড়েছে লাইন।
আরও পড়ুন :
নতুন বছর শুরুর আগে বড় খবর ! অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম