LPG Price : আর্থিক বছরের শুরুতেই এক ধাক্কায় অনেকটা কমল রান্নার গ্যাসের দাম, কোন শহরে কত হল জেনে নিন
দিন দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়ে যায়। তবে আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল কিছুটা স্বস্তি দিয়ে কমল গ্যাসের দাম।
নয়াদিল্লি : মার্চের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল সাধারণ মানুষ! তিন রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ৫০ টাকা বাড়ানো হয়েছিল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। সিলিন্ডারের দাম ছাড়ায় ১১০০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছাড়ায় ২ হাজার। দিন দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত পড়ে যায়। তবে আর্থিক বছরের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল কিছুটা স্বস্তি দিয়ে কমল গ্যাসের দাম।
বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ও শিল্পে ব্যবহৃত RSP গ্যাস সিলিন্ডারের দাম কমছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হল ২১৩২ টাকা। কমার্শিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমল প্রায় ৯২ টাকা।
১ এপ্রিল এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন
পেট্রোলিয়াম কোম্পানিগুলি সাধারণত নতুন আর্থিক বছরের প্রথম দিনে ১ এপ্রিল এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে। লাইভমিন্টের একটি প্রতিবেদন অনুসারে, ২০২৪ অর্থবছরের প্রথম দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম প্রায় ৯২ টাকা কমানো হয়েছে। তবে, গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।
বাণিজ্যিক সিলিন্ডারের দাম কত হল ?
দেশের তেল বিপণন সংস্থাগুলির দেওয়া তথ্য অনুসারে, ২০২২ সালে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম চারবার বাড়ানো হয়েছিল ৷ এই বছরের জানুয়ারিতে, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল , তার ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় ১,৭৬৮ টাকা। এবার গ্যাসের দামে পরিবর্তনের পরে ১৯ কেজি ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম কোন শহরে কত হল -
- দিল্লিতে ২০২৮ টাকা
- কলকাতায় ২১৩২ টাকা
- মুম্বইতে ১৯৮০ টাকা
- চেন্নাইতে ২১৯২ টাকা
দেখা গেল , শুধুমাত্র রাজধানী দিল্লিতেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ₹ ২২৫ কমেছে । মার্চ মাসে, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছিলেন যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (পিএমইউওয়াই) প্রকল্পের ৯.৫৯ কোটি উপক্ষোক্তা বার্ষিক প্রতি ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি পাবেন। যে সমস্ত পরিবার ১২টি ভর্তুকিযুক্ত গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের জন্য যোগ্য, তাদের যে কোনও অতিরিক্ত সিলিন্ডার বাজার মূল্যে কিনতে হবে৷