Bangladesh Live: সন্যাসী গ্রেফতারে দফায় দফায় উত্তপ্ত বাংলাদেশ, আঁচ আগরতলাতেও
ABP Ananda Live: দফায় দফায় উত্তপ্ত বাংলাদেশ। বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, প্রতিবাদে এপার বাংলায় তীব্র প্রতিবাদ। সন্যাসী গ্রেফতারের আঁচ পড়েছে আগরতলাতে।
আরও খবর, চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হলে ভিসা বন্ধের আর্জি শুভেন্দুর। সোমবার থেকে চেকপোস্টে বিক্ষোভের ডাক বিরোধী দলনেতার। বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক শুভেন্দু অধিকারীর। 'বাংলাদেশে তালিবান, আইএস-এর পদধ্বনি শোনা যাচ্ছে'। চিন্ময়কৃষ্ণকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রেফতার: শুভেন্দু।
উত্তাল বাংলাদেশ। উত্তেজনায় ফুটছে পড়শি দেশ। হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার ও জামিন নাকচ করে দেওয়ার পর সংখ্যালঘু হিন্দুদের প্রতিবাদ প্রবল হয়েছে। ইসকনও ভারত সরকারকে পদক্ষেপের জন্য অনুরোধ জানিয়েছে। এই পরিস্থিতিতে কড়া বিবৃতি দিয়েছে ভারত। উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারের বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করার বিষয়টিতে গভীর উদ্বেগের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশে চরমপন্থী গোষ্ঠীর দ্বারা হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুঠপাটের পাশাপাশি চুরি, ভাঙচুর, দেবতা ও মন্দির ভাঙচুর করার একাধিক ঘটনা ঘটেছে।