Maa Sarada: জয়রামবাটিতে উৎসবের মেজাজ, শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথিতে বাগবাজার, বেলুড় মঠেও বিশেষ পুজো
Maa Sarada Birth Anniversary: শ্রী শ্রী সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি। পৌষের কৃষ্ণাসপ্তমীতে জয়রামবাটির মাতৃমন্দিরে উৎসবের মেজাজ। বাগবাজার ও বেলুড় মঠেও বিশেষ পুজো।

তুহিন অধিকারী ও ভাস্কর ঘোষ, বাঁকুড়া ও হাওড়া: আজ শ্রী শ্রী সারদা মায়ের ১৭২ তম জন্মতিথি। পৌষের কৃষ্ণাসপ্তমী তিথিতেই জয়রামবাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন শ্রী শ্রী সারদাদেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তাঁর সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদাদেবীকে। আর স্বামী বিবেকানন্দ তাঁকে দিয়েছিলেন সঙ্ঘ জননীর স্থান।
শ্রী শ্রী সারদা মায়ের ১৭২তম জন্মতিথি: আজ সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দিরে উৎসবের মেজাজ। ভোরে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। আজ এই উৎসব উপলক্ষে সকাল থেকেই জয়রামবাটি মাতৃমন্দিরে সাজো সাজো রব। ভোরে মায়ের বিশেষ পুজোর মাধ্যমে এই উৎসব শুরু হয়। এরপর বিশেষ শোভাযাত্রা ও প্রভাতফেরি শুরু হয়। মাতৃমন্দির থেকে শুরু হওয়া এই প্রভাতফেরি গোটা জয়রামবাটি গ্রাম পরিক্রমা করে ফের মাতৃমন্দিরেই শেষ হয়। মা-এর জন্মতিথি উপলক্ষে এদিন দিনভর মাতৃমন্দিরে বিশেষ পুজো, পাঠ, নাম গান ও বিভিন্ন সাংস্কৃতিক ও ভক্তিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মা এর পবিত্র জন্মস্থানে এই পবিত্র দিনে উপস্থিত থাকতে শুধু এ রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও অসংখ্য পুণ্যার্থী মাতৃমন্দিরে এসে উপস্থিত হয়েছেন।
জয়রামবাটির পাশাপাশি বেলুড় মঠেও পালিত হচ্ছে শ্রী শ্রী সারদা মায়ের জন্মতিথি। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আগত ভক্ত এবং দর্শনার্থীদের ভিড় বেলুড় মঠে। রীতি মেনে ভোর ৪:৪৫মিনিটে মঙ্গলারতির মধ্যে দিয়ে সূচনা হয়েছে। দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একদিকে যেমন মায়ের মন্দিরে চলছে বিশেষ পুজো হোম ইত্যাদি। অন্যদিকে মূল মন্দিরের বাঁদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে স্তবগান, ভজন, মাতৃ সঙ্গীত শ্রী শ্রী মায়ের কথা, পদাবলী, কীর্তন, গীতিনাট্য, বাউল গান ও ভজন শহর নানা ধর্মীয় অনুষ্ঠান। বিকালে ধর্মসভার আয়োজন করা হয়েছে। বেলা ১১টা থেকে দুটো পর্যন্ত প্রসাদালয় থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। সন্ধ্যারতি ও ভজনের মধ্যে দিয়ে আজ শ্রীশ্রী মায়ের ১৭২ তম জন্মদিনের পরিসমাপ্তি। এই উপলক্ষে আজ বেলুড় মঠ সারাদিন খোলা থাকবে। পাশাপাশি বাগবাজারেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tiger Fear Update: জেলা সফরে যমুনা, বান্দোয়ানের জঙ্গলে পাড়ি সিমলিপালের বাঘিনীর






















