Madhyamik Exam 2025: হাইকোর্টের নির্দেশে ফের চালু পোর্টাল, কবে মিলবে অ্যাডমিট কার্ড? উঠকণ্ঠায় মাধ্যমিক পরীক্ষার্থীরা
Calcutta High Court: হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আজ দুপুরের মধ্যে মামলাকারী পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষকে সব তথ্য সংশোধন করতে হবে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কত দ্রুত কাটবে অ্যাডমিট বিভ্রাট? সেদিকে তাকিয়ে বহু মাধ্যমিক পরীক্ষার্থী। কলকাতা হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধে থেকে ফের পোর্টাল চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আজ দুপুর ২টো পর্যন্ত তা চালু থাকবে।
১০ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। অথচ রাজ্য়ের বহু স্কুলে এখনও অ্যাডমিট কার্ডই হাতে পায়নি অনেক পরীক্ষার্থী! সরা বছর পড়াশোনা করে আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা, তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। তাড়া করছে উদ্বেগ। আদালতের কড়া নির্দেশের পর কত তাড়াতাড়ি জট কাটে, এখন সেদিকেই তাকিয়ে তারা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আজ দুপুরের মধ্যে মামলাকারী পড়ুয়াদের স্কুল কর্তৃপক্ষকে সব তথ্য সংশোধন করতে হবে। তার ভিত্তিতে কাল ও পরশু, পর্ষদের অফিস থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা। শনি ও রবিবারের মধ্যেই ওই সব অ্যাডমিট কার্ড পড়ুয়াদের কাছে পৌঁছে দিতে হবে তাঁদের।
সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। অথচ রাজ্য়ের বহু স্কুলে এখনও বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ডই পাননি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানি ও অসহযোগিতার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন তাঁরা। যে সব স্কুলের ভুলে মাধ্যমিক পরীক্ষার্থীরা এখনও অ্যাডমিট কার্ড পায়নি, সেই সব স্কুলগুলিকে পরীক্ষার্থী পিছু ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারপতি। আদালতের সেই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুপুর ২টোর পর সাংবাদিক বৈঠক করবে মধ্যশিক্ষা পর্ষদ।
১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। ২২ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। মাধ্যমিকের টেস্টের পর ফর্ম পূরণ করতে হয়। সেই ফর্ম পূরণ এবছর প্রথমবার হয়েছে অনলাইন পদ্ধতিতে। ২০২৪ সালের ২ ডিসেম্বর সকাল ১১টা থেকে শুরু হয় অনলাইনে ফর্ম পূরণ পদ্ধতি। ১৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা গিয়েছে। ফর্ম পূরণের প্রায় দুমাস পর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। অথচ রাজ্যের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীরা হাতে পায়নি অ্যাডমিট কার্ড পায়নি। যা নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ।
একনজরে মাধ্যমিক পরীক্ষার সূচি
- প্রথম ভাষা- ১০ ফেব্রুয়ারি
- দ্বিতীয় ভাষা- ১১ ফেব্রুয়ারি
- অঙ্ক- ১৫ ফেব্রুয়ারি
- ইতিহাস- ১৭ ফেব্রুয়ারি
- ভূগোল- ১৮ ফেব্রুয়ারি
- জীবন বিজ্ঞান- ১৯ ফেব্রুয়ারি
- ভৌত বিজ্ঞান- ২০ ফেব্রুয়ারি
- ঐচ্ছিক বিষয়- ২২ ফেব্রুয়ারি






















