Madhyamik Results 2022: প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল
WB Madhyamik Results 2022: প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের ৭৯ দিনের মধ্যে ফল প্রকাশ হল।
কলকাতা: প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Results 2022)। পরীক্ষা শেষের ৭৯ দিনের মধ্যে ফল প্রকাশ হল। এই বছরে মাধ্যমিকে মোট পাশ করেছে (Passed) ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবারের মাধ্যমিকে কোনও ফলাফল অসম্পূর্ণ নেই। এবছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। সাফল্যের হারে ছাত্রীরা সামান্য পিছিয়ে।
২ বছর পর অফলাইনে পরীক্ষা
করোনার জেরে দুই বছর পর ২০২২ সালে অফলাইনে পরীক্ষা হয়। এবছর পরীক্ষার্থীর সংখ্যার নিরিখেও মাধ্যমিক পরীক্ষা তাত্পর্যপূর্ণ। এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৭ হাজার ৮০০ জন। পরীক্ষা দিয়েছে ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। প্রায় ৫০ হাজার বেড়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। সেখানে ছাত্রীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। পর্ষদ সূত্রে দাবি, গতবছর পরীক্ষা না দিয়েও ১০০ শতাংশ পাশ করায় এবার পরীক্ষায় বসার দেদার আবেদনপত্র জমা পড়ে।
সকাল ৯টায় মাধ্যমিকের ফলপ্রকাশিত হল। এরপর সকাল দশটা থেকে অনলাইনে মাধ্যমিকের ফল দেখা যাবে। চলতি বছরের মার্চের ৭ তারিখ শুরু হয়েছিল মাধ্যমিক। ২৩ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছিল।
আরও পড়ুন: Purba Bardhaman News: লুকিয়ে হাসপাতালে টোটো চার্জ, তারপর? জানলে চোখ উঠবে কপালে
করোনা বিধি মেনেই চলতি বছর মাধ্যমিক পরীক্ষা হয়েছে। পর্ষদের পক্ষ থেকে জানানো হয় যে, পরীক্ষাকেন্দ্রে বসার ক্ষেত্রে শারীরিক দূরত্ববিধি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদেপ মাস্ক পরে পরীক্ষায় বসতে হয়। পরীক্ষাকেন্দ্রে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের জন্য কেন্দ্রে ছিল আইসোলেশন রুম। প্রশ্নপত্রের প্রতিলিপি বাইরে আসা আটকাতে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা যায়, পরীক্ষা শুরুর আগে সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বিভিন্ন জেলার স্পর্শকাতর এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
অনলাইনে রেজাল্ট দেখুন : wb10.abplive.com
Education Loan Information:
Calculate Education Loan EMI