(Source: ECI/ABP News/ABP Majha)
Mahalaya 2024: মহালয়ায় গঙ্গায় তর্পণ করতে যাচ্ছেন ? জোয়ার-ভাটার সময় জেনে নিন
Mahalaya 2024 High Tide Low Tide Time Scheduled: রাত পেরোলেই মহালয়া, কোন সময়গুলিতে জোয়ার-ভাটা ? দেখুন একনজরে, 'মহিষাসুরমর্দিনী' শোনা যাবে কোথায় কোথায় ? রইল বিস্তারিত
কলকাতা: রাত পেরোলেই মহালয়া। পিতৃপক্ষের অবসানের সঙ্গেই আগামীকাল দেবীপক্ষের সূচনা। আর মহালয়া উপলক্ষ্যে কলকাতা-সহ রাজ্যের বিভিন্নঘাটগুলিতে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করবেন প্রচুর মানুষ। তাই আগামীকাল গঙ্গার ঘাটগুলিতে কড়া নিরাপত্তা থাকবে। প্রতিবারের মতোই এবারেও নজরদারি চালাবে রিভার ট্রাফিক পুলিশ এবং কলকাতা পুলিশ। যাতে কোনওভাবেই কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজর রাখবে প্রশাসন। তাই সকলের সুবিধার্থে, আগামীকাল কোন সময়গুলিতে জোয়ার-ভাটা থাকবে, সেই নির্দিষ্ট সময়গুলি এবার পোস্ট করে জানাল কলকাতা পুলিশ।
মহালয়ায় কোন সময়গুলিতে জোয়ার-ভাটা থাকবে ? দেখুন একনজরে
কলকাতা পুলিশ সূত্রে খবর, আজ ( পয়লা অক্টোবার) রাত ৯ টা ৩১ মিনিটে জোয়ার এবং রাত ১ টা ৯ মিনিটে ভাটা থাকবে। এবং পাশাপাশি ২ অক্টোবর অর্থাৎ আগামীকাল মহালয়ার দিন, সকাল ৯ টা ৪৪ মিনিটে জোয়ার থাকবে। এবং দুপুর ১ টা ১২ মিনিটে ভাটা থাকবে। এদিকে বর্তমান সময়ে ওটিটি-সহ ভিস্যুয়ালের ভিড়ে, আজও রেডিও-তে মহালয়া না শুনলেই নয়। এখনও মহালয়ার আগে রেডিও মেরামতির দোকানগুলিতে কার্যতই লাইন পড়ে। সারা বছর সেভাবে শোনা না হলেও, এই সময়টায় স্মৃতির শহরে সকলেই ফিরতে চায় । ভোর রাতেই ভাঙে ঘুম। আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোর বেণু।
'মহিষাসুরমর্দিনী' শোনা যাবে কোন স্টেশনে ?
এদিন আকাশবাণী কলকাতা, মহালয়া উপলক্ষে অনুষ্ঠান সূচি প্রকাশ করেছে সোশ্যাল সাইটে। 100.1 FM Gold Kolkata এবং Akashvani Kolkata জানিয়েছে, প্রতি বছরের মতো এবছরেও মহালয়ার পুণ্যতিথিতে, কালজয়ী অনুষ্ঠান 'মহিষাসুরমর্দিনী' সম্প্রচারের মাধ্যমে দুর্গোৎসবের সূচনা হবে। রচনায় বাণীকুমার, সঙ্গীত পরিচালনায় পঙ্কজকুমার মল্লিক এবং গ্রন্থ এবং স্তোত্রপাঠে সেই চেনা কণ্ঠস্বরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। অনুষ্ঠান সম্প্রচারিত হবে ভোর ৪ টে নাগাদ-আকাশবাণী গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম ১০৭ প্রচার তরঙ্গ , ডিটিএইচ বাংলা পরিষেবা এবং New On Air App-এ ।
আরও পড়ুন, স্কুলের প্রশ্নপত্রে RG কর ইস্যু ! ভুল স্বীকার প্রধান শিক্ষকের..
শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা
শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা ৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ ৷
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।