Malda 100 Days Work : দুর্নীতি ঢাকতে লুকিয়ে রাখা হয়েছে একশো দিনের প্রকল্পের বোর্ড ! শোরগোল মালদায়
Scam News : গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের জন্য অনেক টাকা বরাদ্দ হলেও, কোনও কাজই হয়নি। তাই দুর্নীতি ঢাকতে লুকিয়ে ফেলা হয়েছে বোর্ডগুলি।
করুণাময় সিংহ, মালদা : একশো দিনের প্রকল্পের বোর্ড (100 Days Work Board) লুকিয়ে রাখা হয়েছে বাঁশ বাগান, পরিত্য়ক্ত বাড়ি কিম্বা মহানন্দা নদীতে ! পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে, এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গেছে, মালদার (Malda) চাঁচল ১ নং ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের দেবীগঞ্জ গ্রামে।
গ্রামবাসীদের অভিযোগ, ১০০ দিনের প্রকল্পের জন্য অনেক টাকা বরাদ্দ হলেও, কোনও কাজই হয়নি। তাই দুর্নীতি (Scam) ঢাকতে লুকিয়ে ফেলা হয়েছে বোর্ডগুলি। যদিও এই অভিযোগ মানতে নারাজ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) সদস্য়। পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের দুর্নীতি ততই প্রকাশ্যে আসছে। এনিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি (BJP)। পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। এদিকে, গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও।
ঠিক কী অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের দাবি, গ্রামে ১০০ দিনের প্রকল্পের জন্য অনেক টাকা বরাদ্দ হলেও কোনও কাজই করেনি, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। অভিযোগ সেই দুর্নীতি ঢাকতেই লুকিয়ে ফেলা হয় ফলকগুলি। নদীপাড়, সাঁকোর পাশে, বাঁশ বাগান, পরিত্য়ক্ত বাড়ি কিম্বা মহানন্দা নদীতে লুকিয়ে রাখা ফলকগুলিকে তুলে এনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোরও।
রাজনৈতিক চাপানউতোর
অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের অভিযুক্ত তৃণমূল সদস্য়। চাঁচলের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য় জাহাঙ্গির আলম বলেছেন, 'এসব বিরোধীদের চক্রান্ত৷ আমি দেবীগঞ্জের যে উন্নয়ন করেছি, তা ওদের সহ্য হচ্ছে না৷ তাই মিথ্যে অভিযোগ করে পঞ্চায়েত ভোটের আগে আমাকে বদনাম করার চেষ্টা করছে'। পাল্টা উত্তর মালদা সাংগঠিক জেলার বিজেপি যুব মোর্চার সহ সভাপতি অয়ন রায় বলেছেন, 'পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের দুর্নীতি ততই প্রকাশ্যে আসছে ৷ অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গির আলম ১০০ দিনের কাজের বোর্ডগুলোও লুকিয়ে রেখেছিল ৷ গ্রামবাসীরা তা জানতে পেরে বোর্ডগুলি খুঁজে এনে বিক্ষোভ দেখিয়েছেন৷'
যে অভিযোগের পাল্টা চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ আফসার আলি বলেছেন, 'পঞ্চায়েত নির্বাচনের আগে এটা বিরোধীদেরই চক্রান্ত ৷ অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতে প্রচুর উন্নয়ন হয়েছে ৷ সেই উন্নয়নকে ধামাচাপা দিতেই তারা এসব চেষ্টা চালাচ্ছে৷ কাজ না হলে পাঁচ বছর ধরে মানুষ কেন চুপ করে বসে ছিল ৷'
আরও পড়ুন- ১১ বছর পর কার্টুনকাণ্ডে অবশেষে অব্যাহতি অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর'