(Source: Poll of Polls)
Malda: মহিলা আরপিএফের তৎপরতায় মালদা স্টেশনে প্রাণে বাঁচলেন বৃদ্ধ দম্পতি
Malda News Update: মালদা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময় সেই বৃদ্ধ দম্পতি তাড়াহুড়ো করে ধীর গতিতে চলমান ট্রেনের বগিতে ওঠার চেষ্টা করেন
করুণাময় সিংহ, মালদা: মালদা (Malda) ডিভিশনের আরপিএফের তৎপরতায় জীবন বাঁচল এক বৃদ্ধ দম্পতির। মালদার লেডি কনস্টেবল, সুলতা মণ্ডল একজন বৃদ্ধ দম্পতি যাত্রীর জীবন বাঁচিয়েছেন। এদিন ঠিক দুপুর ২.২০ নাগাদ কাঞ্চনজঙ্ঘা (১৩১৭৫) এক্সপ্রেস ট্রেনটি মালদা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময় সেই বৃদ্ধ দম্পতি তাড়াহুড়ো করে ধীর গতিতে চলমান ট্রেনের বগিতে ওঠার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ বৃদ্ধ মহিলা যাত্রী প্ল্যাটফর্মে পিছলে পড়ে যান এবং তিনি ট্রেন এবং প্ল্যাটফর্ম প্রান্তের মাঝখানের ফাঁকে পড়ে যেতেন কিন্তু তৎক্ষণাৎ কর্তব্যরত 'মেরি সহেলি' দলের লেডি কনস্টেবল সুলতা মণ্ডল এবং একজন যাত্রীর তাৎক্ষণিক পদক্ষেপে মহিলা যাত্রীর মূল্যবান জীবন বাঁচানো হয়। পরবর্তীতে ওই বৃদ্ধ দম্পতি যাত্রীকে ট্রেনে ওঠানোর ব্যবস্থা করা হয়। কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।
নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে মুখ খুললেন পার্থ
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সহ ৭জনেরই ফের জেল হেফাজত দিল আদালত (Court)। এদিনও জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। কিন্তু ধোপে টিকল না পার্থ চট্টোপাধ্যায়ের সওয়াল। বরং খারিজ হল জামিনের (Bail) আর্জি। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি সুবীরেশদেরও জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ২ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের কথা বলা হয়েছে।
এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'একটা টাকাও নিইনি, একটা টাকাও আমার থেকে উদ্ধার হয়নি। অযোগ্য প্রার্থীদের কথা বলা হচ্ছে, এখানে আমার ভূমিকা কী? আর কতদিন এই বৃহত্তর ষড়যন্ত্র বলে সিবিআই সময় পাবে? জেল থেকে বেরিয়ে তো আমি শিক্ষা দফতরে চলে যেতে পারব না? তদন্তে কোনও অগ্রগতিও নেই। এবার জলি এলএলবি সিনেমার মতো ধর্না দেওয়া ছাড়া উপায় থাকবে না'। জামিনের আবেদন জানিয়ে আদালতে সওয়ালও করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।
এর আগের রায় অনুযায়ী, ED-র নিয়োগ-দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতেই থাকছেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল নগর দায়রা আদালত। পাশাপাশি, ED-র টাকা উদ্ধার-মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়েরও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। ভার্চুয়াল হাজিরায় পার্থ জানান, তাঁর শরীর ভাল নেই। একই দাবি করেন অর্পিতাও। যে সেলে তাঁকে রাখা হয়েছে, সেখানে তিনি ভাল নেই বলে দাবি করেন অর্পিতা। বিষয়টি জেল কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান নগর দায়রা আদালতের বিচারক।