(Source: ECI/ABP News/ABP Majha)
Malda: বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা? ডিউটিতে এসে আক্রান্ত মহিলা থানার IC
Malda News: বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা করছিলেন বিডিও, এসডিও-রা, এমনটাই অভিযোগ ।
করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) হবিবপুরে ভোটের ডিউটিতে এসে আক্রান্ত শিলিগুড়ি (Siliguri) মহিলা থানার আইসি। পুলিশ (Police) সূত্রে খবর, মহিলা থানার আইসি-র মাথা ফেটেছে। ইটের ঘায়ে আহত হয়েছেন এক মহিলা এএসআই-ও। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছেন বলে অভিযোগ।
রাস্তা ও সেতুর দাবিতে গতকাল হবিবপুরের মঙ্গলপুরায় একটি বুথে ভোট বয়কট করেন গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ, বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা করছিলেন বিডিও, এসডিও-রা, এমনটাই অভিযোগ । বিডিও, এসডিও, ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামবাসীরা। উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়, পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আহত হন দুই পুলিশ কর্মী। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ ভুল করেছে, জোর করে ভোট করানো উচিত হয়নি, মন্তব্য মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর। এটা বিজেপির ষড়যন্ত্র, পাল্টা দাবি মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর।
মালদায় কোথায় কোথায় অশান্তি?
তৃতীয় দফার ভোটে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সামশেরগঞ্জে বুথের বাইরে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনে দেখা যায় লাঠিধারী তৃণমূল কর্মীদের। মালদা দক্ষিণ কেন্দ্রের সামশেরগঞ্জে বুথের বাইরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই লাঠিধারী তৃণমূল কর্মী। ভোট কেন্দ্রের বাইরে জড়ো হওয়া বাচ্চাদের সামলাচ্ছি, আজব সাফাই শাসকদলের কর্মীর। পুটিমারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮১ ও ১৮২ নম্বর বুথের ঘটনা। বুথের বাইরে ভোটারদের লাইন ঠিক করার দায়িত্বে আরেক তৃণমূলকর্মী। লাইন ঠিক করার কথা স্বীকার করেও ক্যামেরা দেখে তাঁর দাবি, বিশেষভাবে সক্ষম পরিবারের সদস্যকে বুথে নিয়ে এসেছেন। অন্যদিকে, সংবাদমাধ্যমকে দেখে তৎপর হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। জমায়েত হঠাতে মাইকে প্রচার শুরু করে QRT।
মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মানিকচকের হিলসামারি শঙ্করটোলা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকক্ষের বাইরে রাজ্য পুলিশ।লাইন সামলাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। ক্যামেরা দেখেই পাল্টে যায়অবস্থান। ভোটকক্ষের বাইরে দাঁড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। লাইন ঠিক করতে শুরু করে পুলিশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে