Malda: তিরন্দাজিতে স্বপ্নপূরণ, অল ইন্ডিয়া পুলিশ গেমসে সোনা মালদার মন্দিরার
Malda Sports: অসম রাইফেলসে কর্মরত মন্দিরা বর্তমানে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্ন দেখছেন।
করুণাময় সিংহ, মালদা: কৃষক পরিবারে জন্ম। ছোট থেকেই পছন্দ ছিল খেলাধুলো। কিছু করে দেখানোর ইচ্ছে ছিল ছোট থেকেই। পাশে ছিল পরিবারও। খেলতে খেলতেই চাকরির সুযোগ। তারপরেও চলছিল ক্রীড়া অনুশীলন। এবার মিলল ফল। 'অল ইন্ডিয়া পুলিশ গেমস'-এ তিরন্দাজিতে প্রথম হয়ে সোনা জিতলেন মন্দিরা রাজবংশী। মালদা (Malda News) জেলায় পুরাতন মালদার রাজবংশী পরিবারের মেয়ে তিনি। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের পীরগাই গ্রামে তাঁর বাড়ি। এখন অসম রাইফেলসের কর্মরত মন্দিরা। বয়স মাত্র ২৪ বছর।
বাবা পেশায় কৃষক। ছোট থেকেই তাঁর খেলাধুলার প্রতি আগ্রহ ছিল। ছোট থেকেই বিভিন্ন ধরনের খেলায় তাঁর আগ্রহ ছিল। খেলেওছেন নিয়মিত। খেলাধুলার মাধ্যমে জীবন গড়ার স্বপ্ন ছিল তাঁর। কর্মরত জীবনে ঢুকে সেই সুযোগ আরও বেশি করে তাঁর সামনে আসে। তিরন্দাজিতে বেছে নেন তিনি। ওই খেলা সঙ্গী করে আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্ন শুরু হয় মন্দিরার।
বেঙ্গালুরুতে কর্ণাটক পুলিশ আয়োজিত 'অল ইন্ডিয়া পুলিশ গেমস'- (All India Police Games) এ তিরন্দাজিতে (archery) অংশ নিয়েছিলেন মন্দিরা রাজবংশী। অন্য রাজ্যের সব খেলোয়াড়দের সঙ্গেই হাড্ডাহাড্ডি লড়েছেন তিনি। শেষ পর্যন্ত বিজয়ী হন তিনি, অর্জন করেছেন সোনার পদক। পদক জয়ের সাফল্যের পিছনে তিনি জানিয়েছেন তাঁর পরিবার ও প্রশিক্ষকের ভূমিকার কথা। তাঁদের অক্লান্ত প্রচেষ্টা এই জয়ের অন্যতম কারণ বলে জানিয়েছেন। ২০১৭ থেকে তিরন্দাজিকে বেছে নিয়েছিলেন তিনি। তারপরে পাঞ্জাবে শুরু হয় পড়াশোনা। সেখানে প্রশিক্ষক অচিন কুমার তাকে পুরোপুরি ভাবে তিরন্দাজি খেলায় পারদর্শী করে তুলেছেন।তারপরে শুরু হয় ধীরে ধীরে তাঁর বেড়ে ওঠা খেলার জগতে এবং ২০২২ সালে অসম রাইফেলসে একজন কর্মী হিসেবে নিযুক্ত হন। তবে তাঁর জীবনে খেলাধুলার অবদান তাৎপর্যপূর্ণ। কর্মজীবন থেকেও বর্তমানে বিভিন্ন ন্যাশনাল হোক বা পুলিশ গেমস হোক প্রত্যেক খেলাতে অংশগ্রহণ করেন। আগামীতে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্ন রয়েছে তার। মন্দিরার বাবা রমেশ রাজবংশী পেশায় একজন কৃষক। তিনি জানান, মেয়ের এই সাফল্যতে আমরা খুবই গর্বিত। ভবিষ্যতে যেন আরও উচ্চস্তর আন্তর্জাতিক স্তরে আমার মেয়ে খেলতে পারে তার জন্য শুভ কামনা করছি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ডিজিটাল দুনিয়ায় কাজের স্বীকৃতি মোদি সরকারের! দিল্লিতে প্রথম Creator Award