Malda News: 'নিম্নমানের সামগ্রী' দিয়ে রাতের অন্ধকারে রাস্তা বানানোর অভিযোগ, তুমুল বিক্ষোভ স্থানীয়দের
Malda TMC News: বিজেপির অভিযোগ তৃণমূল নেতার কাছ থেকে নিম্নমানের সামগ্রী কিনে ঠিকাদার কাজ করছে। তাই কাজ এই ধরনের হচ্ছে।
অভিজিৎ চৌধুরী, মালদা: হাসপাতালগামী গুরুত্বপূর্ণ রাস্তার কাজে ফের দুর্নীতির অভিযোগ। যে রাস্তায় উঠে যাচ্ছিল পিচের চাদর। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ উঠেছিল। সরজমিনে পরিদর্শনে এসে শিডিউল টাঙানোর নির্দেশ দিয়ে ছিল ব্লক প্রশাসন। সেই রাস্তাতে ফের সিডিউল না টাঙিয়ে রাতের অন্ধকারে কাজের চেষ্টা। কাজ বন্ধ করে বাধা এলাকাবাসীর। এই ঘটনা নিয়ে তুমুল বিক্ষোভ চলে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের নির্দেশ অগ্রাহ্য করে ওয়ার্ক অর্ডার না টাঙিয়ে রাতের অন্ধকারে রাস্তা সারাইয়ের চেষ্টা করেন ঠিকাদার। প্রতিবাদে কাজ বন্ধ করে দেন গ্রামবাসীরা।
ঠিক কী ঘটেছে?
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় শহিদ মোড় থেকে হাসপাতালগামী গুরুত্বপূর্ণ এক কিলোমিটার রাস্তা দুই দফায় সংস্কারের কাজ হচ্ছে। যেখানে ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগ উঠেছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেই দুর্নীতির খবর উঠে এসেছে সংবাদমাধ্যমের শিরোনামে। সেখানে পুনরায় চাঞ্চল্য ছড়ায়। কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।
গতকাল রাতে হরিশ্চন্দ্রপুরের শহিদ মোড়ে এই নিয়ে বিক্ষোভ শুরু হয়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহিদ মোড় থেকে হাসপাতালগামী এক কিলোমিটার রাস্তা সারাইয়ের দায়িত্ব পূর্ত দফতরের।
আরও পড়ুন, একরত্তি সন্তানকে বাইকে বসিয়ে খাবার ডেলিভারি, মহিলার লড়াই চোখে জল আনে
বিজেপির অভিযোগ তৃণমূল নেতার কাছ থেকে নিম্নমানের সামগ্রী কিনে ঠিকাদার কাজ করছে। তাই কাজ এই ধরনের হচ্ছে। কাটমানি যাচ্ছে তৃণমূলের পকেটে। কাজ সঠিক ভাবে হচ্ছে না মেনে নিচ্ছে তৃণমূল। তৃণমূলের তরফে বলা হয়েছে, যে বা যারা যুক্ত থাকুক প্রশাসন পদক্ষেপ নেবে। কাজ সঠিকভাবে হতে হবে। যদিও এই নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ঠিকাদারি সংস্থার ভূমিকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে