Malda Accident News: চলন্ত টোটোকে সজোরে ধাক্কা লরির, দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, চালকের মর্মান্তিক মৃত্যু
Malda Toto Accident: মালদার গাজলে ৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন, গুরুতর আহত এক।

করুণাময় সিংহ, মালদা: সাতসকালে মালদায় জোড়া দুর্ঘটনা। প্রাণ কাড়ল চারজনের। দুটি ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন। ভোর ৫টা নাগাদ প্রথম দুর্ঘটনাটি ঘটে গাজোলে।
মালদার গাজলে ৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত তিন, গুরুতর আহত এক। এদিন টোটোকে পেছন থেকে লরির ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। তাদের অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনা গাজোল থানার অন্তর্গত দেওতলা গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর এলাকায় ৫১২ নং জাতীয় সড়কে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতরা হলেন মাছ ব্যবসায়ী নিজামুদ্দিন শেখ (৫৫) বাড়ি খলম্বা এলাকায়। ললিত ভুইমালি (৬০) বাড়ি কাজিপাড়া এলাকায়। মৃত্যু হয়েছে টোটো চালক আলতাফ হোসেনের (৪২)। বাড়ি দেওতলা এলাকায়।
অন্যদিকে গুরুতর আহত শামসুদ্দিন শেখ (৬০) জানা যাচ্ছে তিনি সবজি ব্যবসায়ী। বাড়ি পদ্মপুকুর এলাকায়। স্থানীয়দের দাবি, ভোর নাগাদ টোটোতে করে তিন ব্যবসায়ী আসছিলেন গাজোলে কর্মস্থলে। পদ্মপুকুর এলাকায় একটি লরি পিছন থেকে ধাক্কা মারে টোটো টিকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। আহত হয় আরও এক ব্যবসায়ী। দুমড়ে মুচড়ে যায় টোটোটি। ঘাতক লরিটিকে এখন সনাক্ত করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন, রাতে মা-কে হাসপাতালে ভর্তি ছেলের, সকালে বাইরে পড়ে মৃতদেহ! হাওড়ায় তুমুল চাঞ্চল্য!
ঘটনার খবর দেওয়া হয় গাজোল থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে মৃতের পরিবারের সদস্যরা। ঘটনায় শোকের ছায়া পরিবারসহ এলাকা জুড়ে।
অন্যদিকে, দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে পুরাতন মালদায়। সকাল ৬টা নাগাদ ১২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পে লোডারে ধাক্কা মেরে পাশে গাড়ির শোরুমে ঢুকে যায় লরি। শোরুমের নিরাপত্তারক্ষীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। পে লোডারের চালক, তার সহকারী ও ঘাতক লরির চালক আহত হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















