Ram Mandir: অপার রামভক্তি, ইতিহাসের সাক্ষী হতে মালদা থেকে বাইকে অযোধ্যা রওনা দিলেন দুই বন্ধু
Malda News: প্রায় ৮০০ কিলোমিটার পথ পেরিয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছতে চান দুই বন্ধু।
করুণাময় সিংহ, মালদা: এক পা নিয়ে সাইকেল চালিয়ে রাম মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন গোবরডাঙার যুবক। সে খবর ইতিমধ্যেই উঠে এসেছে সংবাদের শিরোনামে, হইচইও ফেলে দিয়েছে। এবার মালদার দুই বন্ধুর কথা জানা গেল। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মোটর বাইক নিয়ে অযোধ্যায় উদ্দেশে রওনা দিলেন মালদার দুই বন্ধু। উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সামিল হতে মালদার কোতয়ালী মন্দিরে পুজো দিয়েছেন। তারপর মোটর বাইক নিয়ে রওনা দিয়েছেন তাঁরা।
রামভক্তি অপার। আর তাই এমন সিদ্ধান্ত। সব বাধা পেড়িয়েও ইতিহাসের সাক্ষী থাকতেই বাইকে অযোধ্যা পারি দিলেন দুই বন্ধু। জানা গিয়েছে, দুই বন্ধুর ১ জন পল্টু রায়। ২৬ বছর বয়সী এই যুবক কোতুয়ালী এলাকার বাসিন্দা। অপরজন মৃন্ময় দাস, বয়স ২৭। তাঁর বাড়ি সাহাপুর এলাকায়। দু'জন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত। মালদা জেলার এই দুই যুবক আজ স্থানীয় দামোদর রাধা গোবিন্দ মন্দিরে পুজো দিয়ে রওনা হলেন অযোধ্যার উদ্দেশে। প্রায় ৮০০ কিলোমিটার পথ পেরিয়ে আগামী ২১ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছতে চান দুই বন্ধু। যাত্রা শুরুর সময়ে তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর রামভক্ত। মালদহ থেকে বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা, উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু'জনে পৌঁছবেন অযোধ্যায়। রামের ছবি আঁকা সনাতন ধর্মীয় পতাকার পাশাপাশি মোটর বাইক যাত্রা শুরু করেছে। তাঁদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে বলেই জানিয়েছেন দুই বন্ধু।
পারি দিয়েছিলেন গোবরডাঙার যুবকও: একই ছবিই দেখা গিয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গায়। সেখানকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌমিক গোলদার ও তার বন্ধু রাকেশ মণ্ডল দু'জনেই সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশে রওনা দিয়েছেন আগেই। এ দিন সকালে গোবরডাঙ্গা রাম মন্দিরে পুজো দিয়ে যাত্রা শুরু করেন সৌমিক। গত বছর জটিল রোগের কারণে একটি পা বাদ যায় তারপরেও কেবল ভক্তি আর ইচ্ছেশক্তিতে ভর করেই এক পায়ে সাইকেল চালিয়ে এক হাজার কিলোমিটার পাড়ি দেন সৌমিক। রামের প্রতি অশেষ ভক্তি শক্তি করে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশে রওনা বলে জানিয়েছিন তিনি। এর আগে এক পায়ে সাইকেল চালিয়ে লক্ষকন্ঠে গীতা পাঠ অংশ নিয়েছিলেন। আগামী ২২ তারিখের মধ্যে অযোধ্যা পৌঁছবেনই , বিশ্বাস তাঁর।
সব পথ গিয়ে মিশছে অযোধ্যায়: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। নিজের হাতে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাজো সাজো রব অযোধ্যায়। উচ্ছ্বাস উন্মাদনা দেশজুড়ে। তার আগে সব পথ গিয়ে মিশছে অযোধ্যায়। জাঁকজমকে ভরা উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে দেশের নানা প্রান্ত থেকে আসছেন ভক্তরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়। লখনউ থেকে অযোধ্যায় যাওয়ার পথে, এবিপি আনন্দ-র ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি।