Malda News:অস্ত্র পাচারকারী সন্দেহে মালদায় ধৃত ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Arms Smuggler Arrest:লোকসভা ভোটের আগে অস্ত্র পাচারকারী সন্দেহে দুজনকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। সূত্রের খবর, দুজনকে ১৮ মাইল এলাকা থেকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানা পুলিশের একটি বিশেষ দল।
করুণাময় সিংহ, মালদা: লোকসভা ভোটের আগে অস্ত্র পাচারকারী সন্দেহে (Malda Arms Smuggling) দুজনকে গ্রেফতার করল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। সূত্রের খবর, দুজনকে ১৮ মাইল এলাকা থেকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানা পুলিশের একটি বিশেষ দল। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়।
বিশদ...
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই অস্ত্র পাচারকারীর নাম আব্দুল রুহু আনসারী এবং মহম্মদ আব্দুল কালাম। আব্দুলের বয়স ২৯ বছর, মহম্মদ ৪৫। একজনের বাড়ি ইংরেজবাজার থানা এলাকার সাট্টারিতে। অন্য জন ঝাড়খণ্ডের তালঝাড়ি থানা এলাকার করণপুড়াইয়ের বাসিন্দা। পুলিশের দাবি, গত কাল, অর্থাৎ বুধবার রাতে তারা একটি সেভেন এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন এবং এক রাউন্ড কার্তুজ পাচার করবে বলে ১৮ মাইল এলাকায় সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় সেই সময়। পুলিশ জানাচ্ছে, তাদের তল্লাশি করতেই এক রাউন্ড কার্তুজ-সহ সেভেন এমএম পিস্তল মেলে। এরপরেই পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে খবর। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অস্ত্র পাচারের খবর মাঝেমধ্য়ে শোনা যায়। বিশেষত, গত পঞ্চায়েত ভোটের আগে এই ঘটনা বেশ পরিচিত হয়ে উঠেছিল।
বার বার অস্ত্র উদ্ধার...
গত বছর মার্চ মাসে মালদা জেলাতেই একটি অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল। সে বার মালদার ইংরেজবাজারের অমৃতি এলাকা থেকে অস্ত্র কারবারি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারও করে রাজ্য পুলিশের এসটিএফ। তাদের দাবি, ওই ব্যক্তির থেকে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেবারও গোপন সূত্রে খবর পেয়ে রাতের আঁধারে অভিযান চালায় এসটিএফ। ধৃত অস্ত্র কারবারি মানিকচকের বাসিন্দা। পুলিশের দাবি, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির জন্যই ইংরেজবাজারে এসেছিল ওই ব্যক্তি। কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, কাদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়। শুধু মালদা কেন, লাগায়ো মুর্শিদাবাদেও এই ছবি কম-বেশি পরিচিত। গত বছর অক্টোবরেই যেমন, গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার ধুমার পাহাড় এলাকায় অভিযান চালিয়েছিল পুলিশ। গ্রেফতার করা হয় দু'জনকে। পুলিশের দাবি ছিল, তাদের থেকে আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার হয়েছেল। সূত্রের খবর, দুই যুবক ঝাড়খন্ড থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে ধুমার পাহাড় এলাকায় বিক্রি করতে এসেছিল। উদ্দেশ্যপূরণের আগেই তাদের গ্রেপ্তার করে পুলিশ। আবার এই ঘটনার সপ্তাহখানেক আগেই বেআইনি অস্ত্র রাখার অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম সুভাষ মণ্ডল।
আরও পড়ুন:মালদা উত্তরের বিজেপি প্রার্থীকে 'চোর, বেইমান, ভেলকিবাজ' বলে আক্রমণ TMC বিধায়কের !