Malda News:'এবার এলে মহানন্দার জলে ফেলে দেবেন', বিজেপি বিধায়ককে 'হুমকি' মালদা জেলা তৃণমূল নেতৃত্বের
District TMC Leaders Allegedly Attacked:বিজেপি সাংসদের পর এবার জেলা তৃণমূল নেতৃত্বের 'আক্রমণের' মুখে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক।
করুণাময় সিংহ, মালদা: বিজেপি সাংসদের পর এবার জেলা তৃণমূল নেতৃত্বের 'আক্রমণের' মুখে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক (BJP MLA Of English Bazar Allegedly Threatened)। অভিযোগ, জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার তাঁকে মহানন্দা নদীর জলে ফেলে দিতে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। তাঁর বাড়ি ঘেরাও করার হুঙ্কার দেওয়ার অভিযোগ উঠেছে জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে। যদিও জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির দাবি, ইংরেজবাজারের বিজেপি বিধায়কের ভূমিকায় মানুষ ক্ষুব্ধ। তাই তিনি এমন বলেছেন।
কী জানা গেল?
গত কাল, বুধবার ১০০ দিনের কাজের টাকার দাবিতে ইংরেজবাজার শহরের ১৮ নম্বর ওয়ার্ডে সভা করে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, সেই সভা থেকেই বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতৃত্ব। বিজেপির দাবি, সভা চলাকালীন বক্তব্য রাখার সময় জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল সরকার বলেন, '২০২১ সালে বিজেপির চক্রান্তে তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পরাজিত হয়েছিলেন। তাঁর অভাব আমরা এখনও বোধ করছি। এখন যিনি বিধায়ক, সেই শ্রীরূপা মিত্র চৌধুরী বন্যা হলে ভাঙন হলে মানুষের দুর্গতির সময় পাশে দাঁড়ান না। এবার তিনি এলে তাঁকে মহানন্দার জলে ফেলে দেবেন। মালদা থেকে বিজেপিকে উৎখাত করে গঙ্গা- মহানন্দার জলে ফেলেস তৃণমূলকে প্রতিষ্ঠা করবেন।' এতেই শেষ নয়।
সভার শেষে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, 'ইংরেজবাজারের বিজেপি বিধায়ক এখানকার মানুষের কোনও কথা চিন্তা-ভাবনা করেন না। মানুষের পাশে থাকে না। তিনি বিধানসভায় কী করেন আমরা জানি। এলাকার মা-বোনেদের নিয়ে তাঁকে ঘেরাও করব। তিনি কোথায় থাকেন, তাঁর বাড়ি ঘেরাও করব, তাঁকে উঠতে দেব না, বসতে দেব না, সরতে দেব না। কেন কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা দিচ্ছে না, তার জবাবদিহি তাঁকে করতে হবে।'বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু বলে আব্দুর রহিম বক্সি বলেন, 'ইংরেজবাজারের বিজেপি বিধায়কের ভূমিকা নিয়ে মানুষ ক্ষুব্ধ। সেই কারণেই এই কথা বলেছি। তবে তাঁকে সম্মানের সঙ্গে মহিলাদের নিয়ে ঘেরাও করব।' আব্দুর রহিম বক্সির আরও দাবি, তাঁকে জবাব দিতে হবে।