Malda: মালদার গাজোলের মোনালিপুর গ্রামে পুকুর ভরাট, বাধা দিতে গেলে হুমকির অভিযোগ
Malda News: মালদার গাজোলের মোনালিপুর গ্রামে ভরাট করা হচ্ছে পুকুর। গ্রামবাসীদের অভিযোগ, বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে জমি মাফিয়া। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও লাভ হয়নি বলে দাবি তাঁদের।
করুণাময় সিংহ, গাজোল: মালদার গাজোলের মোনালিপুর গ্রামে ভরাট করা হচ্ছে পুকুর। গ্রামবাসীদের অভিযোগ, বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে জমি মাফিয়া। প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েও লাভ হয়নি বলে দাবি তাঁদের। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক।
একটু একটু করে বুজিয়ে ফেলা হচ্ছে আস্ত একটা পুকুর! অভিযোগ, মালদার গাজোলের মোনালিপুর গ্রামে বেশ কিছুদিন ধরে চলছে এই কাজ। গ্রামবাসীদের দাবি, প্রোমোটারির জন্য পুকুর ভরাট করছে জমি মাফিয়া। তাঁদের অভিযোগ, প্রতিবাদ করলেই দেওয়া হচ্ছে হুমকি।
স্থানীয় বাসিন্দা মনিকা রবিদাসের অভিযোগ, ‘নানা প্রয়োজনে পুকুরই আমাদের ভরসা। কিন্তু পুকুর ভরাট করা হচ্ছে। আমরা বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে।’
বিভিন্ন কাজে এই পুকুরের ওপর নির্ভর করেন মোনালিপুরের বাসিন্দারা। অথচ চোখের সামনে সেটাই বুজে যেতে দেখে প্রশাসনের বিভিন্ন মহলের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। গ্রামবাসীদের দাবি, বারবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি কিছুই।
নগেন রবিদাস নামে স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ‘পুকুর বন্ধ হয়ে গেলে বর্ষার জল ঘরে ঢুকবে। সেই কারণে আমরা পুকুর ভরাট রোখার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি।’
এই পুকুর ভরাটকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া যায়। কিছুদিন আগেই হুগলির বৈদ্যবাটিতে পুকুর ভরাটের অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগ, প্রতিদিন রাতে অল্প অল্প করে বোজানো হচ্ছিল পুকুর। পুরসভার একেবারে নাকের ডগায়। অবশেষে তৎপর হয় প্রশাসন। পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, একজন ব্যবসায়ী পুকুর ভরাট করাচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে ওয়ার্ড কোঅর্ডিনেটরের কাছে অভিযোগ করেন কয়েকজন। এরপর পুরসভা থানায় অভিযোগ জানালে, পুলিশ এসে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয়। দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
এ বিষয়ে মালদার জেলাশাসক জানিয়েছেন, গাজোলের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।