Malda: মালদার ইংরেজ বাজার থেকে উদ্ধার যুবতীর ঝুলন্ত দেহ, চাঞ্চল্য এলাকায়
Malda News: প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই যুবতী আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা, তা কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। এমনটাই দাবি তাঁদের।
করুণাময় সিংহ, মালদা: সাংঘাতিক ঘটনা মালদা (Malda)। রীতিমতো চাঞ্চল্য ছড়াল ইংরেজ বাজারে (English Bazar)। মালদার ইংরেজ বাজার থানার মিল্কির মির্জাচক এলাকায় এক যুবতীর মৃতদেহ উদ্ধার (Hanging body recovered) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় বাসিন্দাদের থেকে জানা গেছে মৃত ওই যুবতীর নাম মুসকান খাতুন। তার বয়স মাত্র ১৯। রবিবার সকালের ঘটনা। এদিন বাড়ি থেকেই ওই যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই যুবতী আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা, তা কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। এমনটাই দাবি তাঁদের। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Paschim Bardhaman: দুর্ঘটনায় মৃত্যু শ্রমিকের, ক্ষতিপূরণের আশ্বাস
গতকালই আরও এক মর্মান্তিক মৃত্যুর খবর সামনে আসে। বাড়িতে নিজের ঘর থেকে উদ্ধার হয় একাদশ শ্রেণির ছাত্রের অগ্নিদগ্ধ মৃতদেহ (Charred body)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ার (Katwa) মাধবীতলায়। মৃত পড়ুয়া আত্মহত্যা (Suicide) করেছে না অন্য কোনওভাবে তার মৃত্যু হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ (Cops)।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে কাটোয়ার মাধবীতলা অঞ্চলে একটি বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ছুটে আসেন আশেপাশের বাড়ির লোকজন। সবাই মিলে আগুন নেভোনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় থানাতেও খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। এরপর ঘরের দরজা ভেঙে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ছাত্রের নাম করণ সাহা। সে কাটোয়ার ভারতী ভবন বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিল। মুর্শিদাবাদের ভরতপুরের গইসবাদ গ্রামে তার বাড়ি। সে পড়াশোনার জন্য কাটোয়ায় তার এক আত্মীয়ের বাড়িতে একাই থাকত। তার মৃত্যু নিয়ে পরিবারের লোকজন কিছুই বলতে পারছেন না।