Malda News: রোগীর আত্মীয়র শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তৈরির অভিযোগ, আটক ৩ নিরাপত্তারক্ষী
'তুমি অ্যাপ ক্যাব বুক কর। আমি আর কখনও এখানে আসব না'। পরিবারের দাবি, এই ছিল তার শেষ কথা। তারপরই ১৬ বছরের কিশোর সবার চোখের সামেন ২১ তলার বারান্দা থেকে ঝাঁপ দেয় বলে পরিবারের দাবি।
করুণাময় সিংহ, মালদা: রোগীর আত্মীয়র শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তৈরির চেষ্টার অভিযোগ। আটক মালদা মেডিক্যাল কলেজের (Malda Medical College and Hospital) ৩ নিরাপত্তারক্ষী। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় তদন্ত কমিটি গঠন করল কর্তৃপক্ষ।
ঠিক কী হয়েছিল: আত্মীয়র পরিচর্যার জন্য রাতে হাসপাতালে থাকতে গিয়ে বিপত্তি। উঠল শ্লীলতাহানি ও আপত্তিকর ভিডিও তোলার চেষ্টার অভিযোগ! কাঠগড়ায় হাসপাতালের ৪ নিরাপত্তারক্ষী। শুক্রবারের এই ঘটনার জেরেই প্রশ্নের মুখে মালদা মেডিক্যাল কলেজের (Malda M) নিরাপত্তা ব্যবস্থা! ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মালদা থানা (Malda Police Station) এলাকার বাসিন্দা অভিযোগকারিণীর দাবি, বৃহস্পতিবার তাঁর এক আত্মীয়কে হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়। আত্মীয়র পরিচর্যায় হাসপাতালেই ছিলেন তিনি। শুক্রবার রাতে ব্লাড ব্যাঙ্কের দিকে যাওয়ার সময় ৪ নিরাপত্তারক্ষী (Security Guard) তাঁকে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
অশ্লীল ভিডিও তোলার চেষ্টা: এমনকি তাঁর অশ্লীল ভিডিও তোলার চেষ্টা হয় বলেও দাবি অভিযোগকারিণীর। ঘটনার সময় কোনও মতে সেখান থেকে পালিয়ে ইংরেজবাজার থানায় পৌঁছন ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে ৩ জনকে আটক করেছে পুলিশ। পলাতক আরও এক অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
পুলিশ সুপারের বয়ান: মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদবের কথায়, এক মহিলা লিখিত অভিযোগ করেছেন। হাসপাতালে থাকাকালীন তাঁকে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি (Physical Assualt) ও ভিডিওগ্রাফির চেষ্টা করা হয়। নিরাপত্তারক্ষীরা জড়িত। তদন্ত করছি। আর কারা আছে সেটা দেখছি।
আরও পড়ুন: Purba Bardhaman: খাগড়াগড়ে জাল নোটকাণ্ডে ঝাড়খণ্ড-যোগ? তদন্তে পরতে পরতে চাঞ্চল্য
এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় হাসপাতালের সুপার জানিয়েছেন, এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থার অভিযুক্ত ৪ কর্মীকে সাসপেন্ড করতে বলা হয়েছে। ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।