Malda News: বিবাহিত প্রেমিকার বাড়িতে যেতেই TMC কর্মীর মাথায় গুলি ! ঘটনাস্থলেই মৃত্যু, মালদায় শাসক কর্মী 'খুনে' রহস্য..
Malda Shootout Case TMC Worker Killed: ফের মালদায় শ্যুটআউট, নিহত তৃণমূলকর্মী, কী বলছে শাসকদল ?

মালদা: মালদায় খুন হয়েছিলেন এর আগে শাসকনেতা দুলাল সরকার। আবারও সেই মালদার মাটিতেই ঘটল মর্মান্তিক ঘটনা। ফের মালদায় শ্যুটআউট, নিহত তৃণমূলকর্মী। প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ হন তৃণমূলকর্মী সাদ্দাম হুসেন! এদিন ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায়।
বিবাহিত প্রেমিকার বাড়িতে গিয়েই নিহত হন তৃণমূলকর্মী। মাথার গুলি করা হয় সাদ্দাম হুসেন নামক ওই শাসক কর্মীকে। নিহত তৃণমূলকর্মী আর তাঁর প্রেমিকা, ২জনই বিবাহিত । এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়েনেই খুন হতে হয়েছে?। বলাইবাহুল্য গোটা ঘটনায় এখনও পরতে পরতে রহস্য। ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূল নেতৃত্বের দাবি, 'এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।'
সম্প্রতি বসিরহাটে চায়ের দোকানে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী। বাড়ির কাছে বাজারের মধ্যে ঘিরে ধরে গুলি করে, কুপিয়ে খুন করেছিল দুষ্কৃতীরা। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।রাজনীতিতে সবে পা দিয়েছিলেন। এখনও মারপ্য়াঁচ সেভাবে বুঝে উঠতে পারেননি। তার আগেই খুন হয়ে গিয়েছিলেন বছর ২৪ এর তৃণমূল কর্মী। বসিরহাটে চায়ের দোকানে খুন করা হয়েছিল আনার হোসেন গাজি-কে। নিহত তৃণমূল কর্মী বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত ছিলেন। রাত সাড়ে ৯ টা নাগাদ, বাড়ির কাছেই চায়ের দোকানে বাইকের ওপর বসেছিলেন তৃণমূল কর্মী ওই যুবক। অভিযোগ, ঘোনা বাজারে সেই চায়ের দোকানেই চলেছিল শুটআউট।
তৃণমূল কর্মীকে ঘিরে ধরে গুলি চালায় ১০-১৫ জন দুষ্কৃতী। তারপর মৃত্যু নিশ্চিত করতে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল। বসিরহাট কোটরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য সাদ্দাম হোসেন গাজি বলেছিলেন, ২-৩ রাউন্ড গুলির আওয়াজ হয়েছিল, চায়ের দোকান থেকে যে যার মতো দৌড় মেরেছে গুলির আওয়াজ শুনে। তারপর চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে গিয়ে দেখি সামনে আনার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছিল বসিরহাট থানার পুলিশ। ৮ জনের নামে দায়ের করা হয়েছিল এফআইআর। বিজেপির দাবি, এই ঘটনার নেপথ্য়ে রয়েছে কাটমানি-বিবাদ।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















