Malda : ডিজে বাজানোর প্রতিবাদ, মোথাবাড়িতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ! আটক ১
Mothabari Murder : বাঁশ দিয়ে পিটিয়ে তাঁকে খুন করা হয় বলে অভিযোগ
![Malda : ডিজে বাজানোর প্রতিবাদ, মোথাবাড়িতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ! আটক ১ Malda : TMC leader allegedly beaten to death by miscreants at Mothabari Malda : ডিজে বাজানোর প্রতিবাদ, মোথাবাড়িতে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ ! আটক ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/04/7ff4669217b67ac9b559aa5fc4bf18a21672827371780170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করুণাময় সিংহ, মোথাবাড়ি : মালদার (Malda) মোথাবাড়িতে তৃণমূল নেতাকে (TMC Leader) পিটিয়ে খুন (Beaten to Death)। ডিজে বাজানোর প্রতিবাদ করায় তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। মালদার রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান আফজল মোমিন। বাঁশ দিয়ে পিটিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। একজনকে আটক (One Person Detained) করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর (According to Police), ঘটনার সঙ্গে একাধিক যুবক জড়িত। পিকনিক থেকে ডিজে বাজিয়ে ফিরছিল তারা। ডিজে বাজাতে বাধা দেন আফজল মোমিন। সেই সময় তাঁর উপর বাঁশ দিয়ে হামলা চালানো হয় ঘটনাস্থলে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
কয়েকদিন আগেও খুন !
দিনকয়েক আগেই মালদার কালিয়াচকে খুনের ঘটনা ঘটে। ওইদিন এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়। মোটরবাইক আটকে খুব কাছ থেকে দুষ্কৃতীরা গুলি চালায় বলে দাবি। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই তিনি খুন হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শেরশাহী বাজার থেকে কালিয়াচক আসছিলেন বছর ৩২-এর চাল ব্য়বসায়ী সোহেল শেখ। তাঁর লেবার সাপ্লাইয়ের ব্য়বসাও রয়েছে। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, কালিয়াচকের ফ্য়াক্টরি মোড়ের কাছে, আচমকা তাঁর মোটরবাইকটি ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। খুব কাছ থেকে ব্য়বসায়ীকে লক্ষ্য় করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ব্য়বসায়ী।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ব্য়বসায়ীর ৬ বছরের ছেলে ও ২ বছরের মেয়ে রয়েছে।
তারও দিনকয়েক আগে মালদার আমবাগানে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমবাগানে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পাশেই পড়ে ছিল মোটরবাইক। এদিকে মৃতের স্ত্রী দাবি করেন, তাঁর স্বামীকে কেউ ফোন করেছিল, তারপরেই তিনি বেরিয়ে যান। পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম দারুল ইসলাম(৩৫)।
আরও পড়ুন ; কালিয়াচকে ব্যবসায়ীকে গুলি করে খুন, তদন্তে পুলিশ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)