Malda News: কালিয়াচকে ব্যবসায়ীকে গুলি করে খুন, তদন্তে পুলিশ
Malda Shoot Out: মালদায় শ্যুটআউট , কালিয়াচকে ব্য়বসায়ীকে গুলি করে খুন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শেরশাহী বাজার থেকে কালিয়াচক আসছিলেন বছর ৩২-এর চাল ব্য়বসায়ী সোহেল শেখ।
করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) কালিয়াচকে (Kaliachak) ব্যবসায়ীকে গুলি করে খুন। মোটরবাইক আটকে, খুব কাছ থেকে দুষ্কৃতীরা গুলি চালায় বলে দাবি। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের।
ব্যবসায়ীকে খুন: মালদায় শ্যুটআউট , কালিয়াচকে ব্য়বসায়ীকে গুলি করে খুন। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শেরশাহী বাজার থেকে কালিয়াচক আসছিলেন বছর ৩২-এর চাল ব্য়বসায়ী সোহেল শেখ। তাঁর লেবার সাপ্লাইয়ের ব্য়বসাও রয়েছে। প্রত্য়ক্ষদর্শীদের দাবি, কালিয়াচকের ফ্য়াক্টরি মোড়ের কাছে, আচমকা তাঁর মোটরবাইকটি ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। খুব কাছ থেকে ব্য়বসায়ীকে লক্ষ্য় করে গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ব্য়বসায়ী। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্য়াল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ব্য়বসায়ীর ৬ বছরের ছেলে ও ২ বছরের মেয়ে রয়েছে।সোহেলকে হারিয়ে, শোকে পাথর হয়ে গেছে গোটা পরিবার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই খুন করা হয়েছে ব্য়বসায়ীকে। নেপথ্যে অন্য় কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। খুনের মামলা রুজু করছে কালিয়াচক থানার পুলিশ।
দিনকয়েক আগে মালদার (Malda) আমবাগানে মৃতদেহ উদ্ধার (Dead body Rescue) ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে আম বাগানে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। পাশেই পড়ে ছিল মোটরবাইক। এদিকে মৃতের স্ত্রী দাবি করেছেন, তার স্বামীকে কেউ ফোন করেছিল, তারপরেই তিনি বেরিয়ে যান। পরিবার স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ও যুবকের নাম দারুল ইসলাম বয়স ৩৫ বছর। পরিবারে রয়েছে স্ত্রী রোশনারা বিবি এক ছেলে ও দুই মেয়ে। দারুল ইসলাম পেশায় একজন দর্জি। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন সন্ধেয় বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেড়িয়ে যান। সারারাত বাড়ি ফেরেননি। পরের দিন সকালে স্থানীয়রা দেখতে পান আম বাগানে তার রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে।
আরও পড়ুন: Birbhum: বন্দে ভারত এক্সপ্রেস স্টেশনে ঢুকতেই ওঠার চেষ্টা, বোলপুরে বিশৃঙ্খলা