Malda : পাচারে এসে ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ পুলিশের জালে ২ যুবক
Malda two arrested : এর আগে গত অগাস্ট মাসে কুড়ি লক্ষ টাকা নগদ ও ব্রাউন সুগার-সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল মালদা থানার পুলিশ
করুণাময় সিংহ, মানিকচক(মালদা) : ব্রাউন সুগার পাচার করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। ২৬০ গ্রাম ব্রাউন সুগার সহ ২ যুবককে গ্রেফতার করে মালদার মানিকচক থানার পুলিশ। শুক্রবার রাতে মানিকচকে রাজ্য সড়কের ধারে পাওয়ার হাউস মোড় এলাকা থেকে দুই যুবককে পাকড়াও করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম আরমান শেখ। মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা। অপর এক ধৃত শেখ সফিউল । মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ ২৬০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচার করার উদ্দেশ্যে এই ব্রাউন সুগার নিয়ে ধৃতরা দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে গত অগাস্ট মাসে কুড়ি লক্ষ টাকা নগদ ও ব্রাউন সুগার-সহ দার্জিলিং জেলার দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল মালদা থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল একটি ভিন জেলার গাড়ি। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম, সুরেশ কুমার খারকা ছেত্রী, ওম প্রকাশ ডাহান। খবর পেয়ে মালদা থানার পুলিশ গভীর রাতে পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায় অভিযান চালায়। সেই সময় গাড়িটিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে নগদ কুড়ি লক্ষ টাকা ও ৩১০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে।
মালদা থানার পুলিশ সূত্রে জানায়, ধৃতদের বাড়ি ভিন জেলায়। মালদাকে করিডর করে তারা এই ব্রাউন সুগার পাচার করছিল। যে নগদ টাকা উদ্ধার হয় সেগুলো ব্রাউন সুগার কেনার বা বিক্রি করার বলে প্রাথমিকভাবে অনুমান করে পুলিশ। সমস্ত ঘটনার তদন্ত শুরু হয়।
এদিকে বীরভূম জেলার খয়রাশোল থানার বড়কুড়ি গ্রাম থেকে নিমাই মণ্ডলের বাড়ি থেকে প্রায় তিন কুইন্টাল ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বীরভূম সিআইডির একটি দল।