Malda: স্টেশনের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু যাত্রীর, মালদার ঘটনায় শোকের ছায়া পরিবারে
Malda News: জানা গিয়েছে পরিবারের সঙ্গে বক্সার থেকে ফারাক্কা এক্সপ্রেসে চেপে মালদায় ফিরছিলেন ওই যাত্রী। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু তারপরই আচমকা দুর্ঘটনা ঘটে।
অভিজিৎ চৌধুরী, মালদা: প্ল্যাটফর্মের সিঁড়ি (Platform) দিয়ে নামার সময় পড়ে গিয়ে মৃত্যু হল এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে মালদায় (Malda)।
শুক্রবার সকালে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল মালদা রেল স্টেশনের সকলে (Malda Rail Station)। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে মৃত্যু হল এক যাত্রীর। জানা গিয়েছে পরিবারের সঙ্গে বক্সার থেকে ফারাক্কা এক্সপ্রেসে চেপে মালদায় ফিরছিলেন ওই যাত্রী। এই পর্যন্ত সবই ঠিক ছিল। কিন্তু তারপরই আচমকা অঘটন। ট্রেন থেকে নেমে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে গেলেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই রেলযাত্রীর নাম শোভন প্রসাদ সাহা। গঙ্গারামপুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তির বয়স ৫৬-এর আশেপাশে।
এমন অঘটনে শোকের ছায়া নেমে এসে পরিবারে। পরিবারের লোকজন জানিয়েছেন, ফারাক্কা এক্সপ্রেস ট্রেনে চেপে তাঁরা বক্সার থেকে মালদা রেল স্টেশনে পৌঁছন। সেখান থেকে গঙ্গারামপুর যাওয়ার জন্য এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যাচ্ছিলেন তাঁরা। সেখানে যাওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। মালদা রেল স্টেশনের জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
কিছুদিন আগেই, সুলভ শৌচালয়ের (Pay and Use Toilet) ভিতরে এক ব্যক্তির অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খাস কলকাতায়। পুলিশ সূত্রে খবর, প্রদীপ ভট্টাচার্য নামে ওই ব্যক্তি সাহাপুর রোডের (Sahapur Road) একটি সুলভ শৌচালয়ে ঢুকে অসুস্থ হয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে বিপি পোদ্দার হাসপাতালে (BP Podder Hospital) নিয়ে গেলে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে এই একই দিনে পূর্ব যাদবপুর থানার (Jadavpur Police Station) অজয়নগরে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আগের দিন রাতে নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ঋত্বিক দাস ওরফে বুবাইয়ের মৃতদেহ। বাড়ির অ্যাকোরিয়াম থেকে উদ্ধার হয় তাঁর মোবাইল ফোন। পরিবারের দাবি, গত ২৬ নভেম্বর (November) এক বন্ধুর বাড়িতে পার্টি দিয়েছিলেন ঋত্বিক। সেই পার্টিতে ছিলেন তিন তরুণীও। পার্টি থেকে ফেরার পর থেকে মনমরা ছিলেন ঋত্বিক। তারপর উদ্ধার হয় তাঁর ঝুলন্ত মৃতদেহ। পূর্ব যাদবপুর থানার পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।