Malda: মুখে বালিশ চাপা দেওয়া মৃতদেহ, ঘর থেকে খেলনা বিক্রেতার রক্তাক্ত দেহ উদ্ধার মালদায়
Murder : মৃতের মেয়ে নন্দিতা মণ্ডল জানান, বেশ কিছু দিন আগে বাড়িতে চুরি হয়। সেই ঘটনা স্থানীয় একটি ছেলে নেপাল বাবুকে জানিয়ে দেন
করুণাময় সিংহ, মালদা : ঘর থেকে খেলনা বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে মালদা থানার ছাতিয়ান মোড় এলাকায়। পরিবারের অভিযোগ, তাঁকে রাতের অন্ধকারে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের নাম নেপাল মণ্ডল (৪২)। তিনি মেলায় খেলনা বিক্রি করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবসর সময়ে তিনি টোটো চালাতেন। বাড়িতে একাই থাকতেন। গত রাতে ডাকাডাকি করেও তাঁর শব্দ পাওয়া যায়নি। তাঁর স্ত্রী ভাবেন ঘুমিয়ে রয়েছেন। এরপর শুক্রবার সকালে দেখা যায়, ঘরের দরজা খোলা। ঘরের মধ্যে মুখে বালিশ চাপা দেওয়া নেপালের মৃতদেহ দেখতে পাওয়া যায়। নাক ও মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
মৃতের মেয়ে নন্দিতা মণ্ডল জানান, বেশ কিছু দিন আগে বাড়িতে চুরি হয়। সেই ঘটনা স্থানীয় একটি ছেলে নেপাল বাবুকে জানিয়ে দেন। তিনি তার প্রতিবাদ জানান। এরপর থেকে নেপাল বাবুকে ফোনে লাগাতার প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি পরিবারকে জানান তিনি। কয়েকদিন আগে মেলা থেকে ফেরার সময়ও পথে তাঁকে ধরে মারধর করা হয়। নন্দিতার অভিযোগ, বাবাকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে গত অক্টোবর মাসে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার হয় মালদার হরিশ্চন্দ্রপুরে (Malda News)। মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তাঁর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে জানান স্থানীয়রা (Mutilated Body Of A Woman)। কী জানা যায় ? ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। মেলে একটি চাবিও। এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই হইচই পড়ে যায় এলাকায়।
অক্টোবর মাসেই এক গৃহবধূকে খুনের অভিযোগে ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে। একদিকে পণের চাপ। অন্যদিকে কন্যাসন্তান হওয়ার আশঙ্কায় গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। প্রমাণ লোপাঠের জন্য মেয়ের পরিবারের সদস্যদের হাত থেকে মৃতদেহ নিয়ে সৎকার্য করার অভিযোগ। ঘটনাটি ঘটে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাংরুয়া গ্রামে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ ওঠে মৃতের পরিবারের। পরে অবশ্য অভিযোগ নেয় পুলিশ (Police)। স্থানীয় সূত্রে জানা যায়,মৃতার নাম রেশমা খাতুন (২২)।