Teachers Reactions on Mamata Banerjee's Announcement: 'মৃত্যুযন্ত্রণার মতো মনে হচ্ছে', মুখ্যমন্ত্রীর ঘোষণার পর প্রতিক্রিয়া চাকরিহারা শিক্ষিকার
Mamata Banerjee: "৩১ মে-র মধ্যেই আমরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশন করব। বিজ্ঞপ্তি আমাদের করতে হবে ৩০ মে।"

কলকাতা : "এটা একটা মৃত্যুযন্ত্রণার মতো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে।" মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর এমনই প্রতিক্রিয়া দিলেন এক চাকরিহারা শিক্ষিকা। এদিন সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, "সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ৩১ মের মধ্যে আমরা বিজ্ঞপ্তি জারি করব। আবার রিভিউ পিটিশনে ভাল কিছু হলে সেই অনুযায়ী পদক্ষেপ করব। আইন মেনে আমাদের এই কাজটা করতে হচ্ছে। আইনি পরামর্শ নিয়ে ৩০ মে আমাদের বিজ্ঞপ্তি দিতে হবে। বিকল্প পথ খুলে রেখে আমরা বিজ্ঞপ্তি জারি করব।"
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর চাকরিহারা এক শিক্ষিকা বলেন, "পরীক্ষার কথাটা যখন উনি সাংবাদিক সম্মেলন করে জানালেন, সেটা ওঁর কথা শুনে মনে হল ওপেন টু অল হবে...এটা একটা মৃত্যুযন্ত্রণার মতো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কারণ, আমি এর আগে ৯ বছর বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করেছি। তখন আমার যে প্রস্তুতি ছিল এবং আমার যে শারীরিক অবস্থা ছিল, ২০১৮-তে আমার বাঁ চোখের দৃষ্টি চলে যায়। তারপর এত বছর পরে...আমাদের নিশ্চিন্তে স্কুলেও যেতে বলেছেন। তাহলে আমি আমার ১৮ বছর বয়সে ফিরে গিয়ে আমি আবার বিএস সি, এমএস সি শেষ করব। পাশাপাশি আমরা আবার স্কুলেও কাজ করব। একসঙ্গে কীভাবে সম্ভব, বুঝতে পারছি না। আমার মাথা কাজ করছে না।"
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "আমরা আমাদের সবটাই রেডি করে রাখব। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না। আপনাদেরটা গ্রহণ করা হল। লিস্ট বাতিল করা হল না। তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব। রিভিউ পিটিশনও চলবে, আর আমাদের প্রক্রিয়াটাও ৩১ মে-র মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে বলা হয়েছে। কিন্তু,সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। আমি পরিষ্কার বলব, এটা আমরা করতে বাধ্য হয়েছি। আমাদের যে ইচ্ছা ছিল তা নয়। আমরা চাই, চাকরিহারারা সকলে চাকরি ফিরে পাক। অনেকে নিজে নিজে চলে গেছেন। তাঁরাও গিয়ে আদালত থেকে ...অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে। সেটা তাঁরা করতেই পারেন। এটা তাঁদের অধিকার। আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম। যেহেতু এখনও রিভিউটা হয়নি, কারণ রিভিউ পিটিশন পেন্ডিং আছে। আদালতে গরমের ছুটি পড়ে গেছে। ৩১ মে-র মধ্যেই আমরা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশন করব। বিজ্ঞপ্তি আমাদের করতে হবে ৩০ মে। ১৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এর জন্য শেষ তারিখ ১৪ জুলাই। প্যানেল প্রকাশ হবে ১৫ নভেম্বর। কাউন্সেলিং ২০ নভেম্বর।"
বিস্তারিত আসছে...






















