(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee: 'এই জেলাতেই কয়েকজন হার্মাদ আমাদের অজান্তে চাকরি বিক্রি করেছে', নাম না করে শুভেন্দুকে কটাক্ষ মমতার?
Mamata on Suvendu Adhikari: তিনি এও বলেন, 'যাঁদের খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম। তাঁরা আজ এসব করছে। ভাবছে যাই এবার দিল্লি দখল করে আসি।'
কলকাতা: পূর্ব মেদিনীপুরে (East Midnapore) বুথ ভিত্তিক কর্মী সম্মেলন থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নাম করেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন তিনি বলেন, 'এই জেলাতেই কয়েকজন হার্মাদ চাকরি (Job) বিক্রি করেছে। পুরুলিয়ার (Purulia) চাকরিও এখানে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমাদের অজান্তে বিক্রি করে দেওয়া হয়েছে'।
তিনি এও বলেন, 'যাঁদের খাইয়ে পরিয়ে মানুষ করেছিলাম। তাঁরা আজ এসব করছে। ভাবছে যাই এবার দিল্লি দখল করে আসি। বাংলা দখল করতে পারে না। তাঁর আবার বড় বড় কথা। নন্দীগ্রামে যে কটা সিট পেয়েছি সেটাও লুঠ করেছে।' মমতার কথায়, 'সিপিএমকে আমায় প্রাণে মারার চেষ্টা করেছিল। নন্দীগ্রামে তিন ঘন্টার লোডশেডিং কেন হয়েছিল তার উত্তর চাই। তৃণমূল ক্ষমতায় আসার পর কোনও হিংসা হয়নি'।
পাশাপাশি হাওড়া, রিষড়ায় হিংসা নিয়েও সরব হয়েছেন মমতা। তিনি বলেন, 'বাংলার মানুষ হিংসা ভালবাসে না। হিংসা বাংলার সংস্কৃতি নয়। এটা ক্রিমিনালদের দিয়ে হিংসা তৈরি করা। এরকম আগে সিপিএম করত। রামনবমীর মিছিলে বন্দুক নিয়ে নাচ করছে। বাইরে থেকে গুন্ডাদের ভাড়া করে আনে বিজেপি। বিহার থেকে গুন্ডা নিয়ে আসা হয়েছে। বুলডোজার, ট্র্যাক্টর নিয়ে, অস্ত্র নিয়ে ঢুকেছে। পুলিশের অনুমতি ছিল না, গায়ের জোরে ঢুকেছে। ক্ষতিগ্রস্তদের দোকান-বাড়ি বানিয়ে দেওয়া হবে। এরা হিন্দু নয়, এরা বিজেপির গুন্ডা'।
আরও পড়ুন, রামচন্দ্র বলেছিলেন বন্দুক নিয়ে মিছিল করতে? দিঘায় BJP-কে আক্রমণ মমতার
বিজেপিকে নিশানা করে মমতা বলেন, 'রাম আর বাম এখন এক হয়েছে। মুঙ্গের থেকে চলে এসেছে বন্দুক নিয়ে। হিংসায় যারা প্ররোচনা দিচ্ছে তাদের রেয়াত করা হবে না। অশান্তি করলে পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আমি নজর রাখছি কারা বাইরে থেকে আসছে। ধর্মের নামে যারা হিংসা ছড়াচ্ছে তারা রেহাই পাবে না'।
এদিন, গোষ্ঠীদ্বন্দ্বের বিরুদ্ধে কড়া বার্তা তৃণমূলনেত্রীর। 'হিংসা করতে এলে হাতা-খুন্তি নিয়ে তাড়া করুন', এদিন এই বিধানও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।