International Mother Language Day 2023: 'সব ভাষাকে সম্মান জানাতেই এখানে আসা', শিলিগুড়িতে সরকারি পরিষেবা অনুষ্ঠানে মমতা
Mamata Banerjee: 'সব ভাষাকে সম্মান জানাতেই এখানে আসা', শিলিগুড়িতে সরকারি পরিষেবা অনুষ্ঠানে বললেন মমতা
শিলিগুড়ি: ভাষা দিবসের অনুষ্ঠানে শিলিগুড়িতে সরকারি পরিষেবা অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষা দিবসে মমতা বলেন, "সবার সব ভাষা জানা দরকার। মাতৃভাষাও ভুলে যাওয়া উচিত নয়। সব ভাষাকে সম্মান জানাতেই এখানে আসা। কলকাতায় ভাষা আন্দোলনের রেপ্লিকা আমি তৈরি করেছিলাম। এখানেও তেমন রেপ্লিকা তৈরি করেছি।'
ভাষা দিবসে মুখ্যমন্ত্রী...
'সকলের ভাষা সকলের মতো। সব ভাষাকেই আমরা শ্রদ্ধা করি। আমি যেমন আমার ভাষায় কথা বললে আনন্দ পাই, ঠিক তেমনই আমার পাহাড়ি ভাইবোনেরা যখন তাঁদের ভাষায় কথা বলেন তাঁরা আনন্দ পান। আবার আমার উর্দু ভাষাভাষী ভাইবোনেরা উর্দুতে কথা বলে আনন্দ পান', বলেন মুখ্যমন্ত্রী। একে একে কামতাপুরী, কোচবিহার, রাজবংশী, সাঁওতালি ভাষার প্রসঙ্গও ছুঁয়ে যান মমতা। 'মোদের গরব, মোদের আশা, আ মরি মোদের ভাষা', অতুলপ্রসাদ সেন রচিত মূল লেখাটির শব্দবদল করে মুখ্যমন্ত্রীর বার্তা, যে যাঁর মাতৃভাষাতেই আদানপ্রদানে সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। এদিন ২১ ফেব্রুয়ারি উপলক্ষ্যে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, তারও ভূয়সী প্রশংসা শোনা যায় মমতার মুখে। তবে একথাও বলেন, 'সব ভাষাকে সম্মান জানাতে এসেছি যা বাংলা পারে, অন্যরা পারে না। সব রাজ্য, সব দেশ, এমনকি সারা বিশ্বে যত ভাষা রয়েছে, সব ভাষাকেই সম্মান জানাই। কিন্তু মাতৃভাষাকে যেন ভালোবাসি। সকলেই যেন তাঁদের মাতৃভাষাকে ভালোবাসেন।' একই সঙ্গে তাঁর মত, অন্য ভাষাও শেখা জরুরি। ২১ ফেব্রুয়ারি দিনটির সঙ্গে বাঙালি ভাবাবেগের সম্পর্কের প্রসঙ্গও ছুয়ে যান তিনি। শিলিগুড়ির মানুষকে জানান, কলকাতায় বিড়লা প্ল্য়ানেটেরিয়ামের পাশে পার্কে ২১ ফেব্রুয়ারি শহিদদের জন্য বেদি করা রয়েছে।
আর কী বললেন?
ভাষা দিবসের পাশাপাশি শিলিগুড়ির সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে বনধ নিয়ে কড়া বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না। কেউ রাস্তায় বসে পড়ল, আর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে? বাংলায় বন্ধের সংস্কৃতি উঠে গিয়েছে। পরিষ্কার করে বলছি, কোনও বন্ধ হবে না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনও বন্ধ চলবে না। ২৩ তারিখ থেকে পরীক্ষা আছে, কেউ বন্ধ করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না'। প্রসঙ্গত ক্ষমতায় আসার পর থেকেই বনধের ব্যাপারে কড়া মনোভাব দেখিয়েছে মমতা সরকার। সেই অবস্থানই আরও একবার বুঝিয়ে দিলেন তিনি।
আরও পড়ুন:বেসরকারি হাসপাতালে দুর্নীতি হচ্ছে কিনা খতিয়ে দেখবে টিম, স্বাস্থ্যসাথী নিয়ে কড়া রাজ্য