Mamata Banerjee: SIR - এর নামে NRC করার চেষ্টা, সবাই ভোটার লিস্টে নাম তুলবেন , ঘাটালে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Mamata ON SIR At Ghatal : SIR ইস্যুতে, রাজ্যবাসীকে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, কী বললেন আজ মমতা ?

পশ্চিম মেদিনীপুর: ঘাটালে এসে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। তবে এদিন শুধু ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতেই থেমে থাকলেন না, SIR ইস্যুতে দাগলেন তোপ ( Mamata Banerjee On SIR) । রাজ্যবাসীকে বড় বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ভোটার তালিকার বিশেষ সংশোধনের নামে NRC করার প্ল্যান চলছে। ঘাটালে বন্য়া পরিস্থিতি দেখতে গিয়ে ফের সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, 'ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রীয় সরকার। নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে এটা প্ল্যান করেছে। আমরা মানব না'। কোচবিহার ও আলিপুদুয়ারে একের পর এক বাসিন্দাকে অসম সরকারের NRC নোটিস পাঠানো নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। 'একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না। তারপর বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটাতারের ওপারে ফেলব', পাল্টা হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু অধিকারী। ঘাটালের বন্য়া পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে উঠে এল ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং NRC-র প্রসঙ্গ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, SIR-র নামে NRC করার একটা প্ল্যান চলছে। সবার কিন্তু..যার ভোটার লিস্টে নাম আছে, আছে। আবার নতুন করে হবে। এমন কেউ যেনও বাকি না থাকেন, যে ভোটার লিস্টে নাম তুলবেন না। প্রত্য়েকে নাম তুলবেন। আর যেখানে দেখবেন, নাম বাদ দেওয়া হচ্ছে, সেখানে কীকরে নাম তোলাতে হয, আপনারা যাবেন, দরবার করবেন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে আছি।'তিনি এরপরে নিশানা করে বলেন, মানুষের নাম বাদ দিয়ে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া ? ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা ? ... আধার কার্ড কে করেছে ? ভারত সরকার...কোটি কোটি টাকা কি জলে ফেলে দেবে ? ..সেই টাকাগুলি দিয়ে তো বন্যা রোধের কাজ করা উচিত। রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না..তো কী হবে ? ৫০ আগে মা-বাবা মরে গেছেন, তার বার্থ সার্টিফিকেট চাই ? ওহ, তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো ? এটা পুরো একটা প্ল্যান করা গেম। এবং এই প্ল্যানটা তৈরি করেছে, নির্বাচন কমিশনকে সাথে রেখে ডবল ইঞ্জিন সরকার Govt Of India। আমরা এটা মানব না। আমরা এটা সইছি না। আমি এটা মানছি না।'






















