Mamata Banerjee: শাঁখ বাজালেন, আঁকলেন ত্রিনয়ন, বিদেশ সফরের আগে অন্য মুডে মমতা
Mamata Banerjee News Update: রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে এদিন সকালে কলকাতা বিমানবন্দরে বিশ্ববাংলার স্টলে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: এক মাসের থেকে সামান্য বেশি কিছু দিন বাকি। তারপরই দুর্গাপুজো। অপেক্ষায় দিন গুনছে বাঙালি। স্পেনে পাড়ি দেওয়ার আগে, সেই উৎসবের সূচনাই কার্যত করে গেলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দুর্গামূর্তিতে ছুঁইয়ে দিলেন লাল রং।
অন্য মুডে মমতা: রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে এদিন সকালে কলকাতা বিমানবন্দরে বিশ্ব বাংলার স্টলে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে দুর্গামূর্তিতে রং ছুঁইয়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মাটির দুর্গামূর্তিতে রং করেন মমতা। কপালে আঁকেন ত্রিনয়ন। শুধু তাই নয়, ওই স্টলে শঙ্খ বাজাতেও দেখা যায় তাঁকে। ফুঁও দেন তিনি। ঘুরে দেখেন গোটা স্টল। শাড়ি সহ অন্যান্য সামগ্রী দেখেন তিনি। কথা বলেন বিশ্ববাংলা স্টলের কর্মচারীদের সঙ্গেও।
এদিন কলকাতা বিমানবন্দরে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেন, "প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়। সেই জন্যই যাচ্ছি। সেই জন্য এই ছোট দেশটিকে বেছে নেওয়া। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি। দেখা যাক কী হয়।'' আর বিমানবন্দরে পৌঁছনোর পরই অন্য মুডে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। শঙ্খ বাজিয়ে, দুর্গামূর্তি রাঙিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন কলকাতা থেকে দুবাই হয়ে আগামীকাল স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছবেন তিনি। প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর মাদ্রিদ থেকে ট্রেনে চড়ে যাবেন বার্সেলোনা। যোগ দেবেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, "৫ বছর পরে আমরা যাচ্ছি। স্পেন আমাদের বইমেলায় এসেছিল। আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তারা পার্টনার ছিল । ওখানে ম্যানুফ্যাকচারিং এবং অন্যান্য ইন্ডাস্ট্রি ভাল আছে। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি। সুতরাং দেখা যাক কী কী হতে পারে। কারণ, আমাদের এখানে ২১, ২২ ও ২৩ বিজনেস সম্মেলন আছে। ওরা বারবার আসে। কিন্তু, আমরা কেউ যাই না। সেইজন্যই এই ছোট্ট দেশটাকে বেছেছি। আর দুবাইতেও আছে একটা বিজনেস সম্মেলন। আর একটা প্রবাসীদের মিটিং। সময়ে সময়ে তা জানিয়ে দেব। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।"
মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে রয়েছেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের একজন করে প্রতিনিধি। লন্ডন থেকে এসে প্রতিনিধিদলে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Abhishek Banerjee: 'কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়,' আদালতের দ্বারস্থ অভিষেক