Mamata Banerjee: কলকাতায় ঢোকার সময় মুখ্যমন্ত্রীর বিমানে ‘বিভ্রাট’, ক্ষুব্ধ মমতা
Mamata Banerjee Flight Problem: জানা গিয়েছে এয়ার টার্বুল্যান্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর বিমান
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কলকাতার আকাশে প্রবেশের সময় মুখ্যমন্ত্রীর বিমানে ‘বিভ্রাট’। এই ঘটনা নিয়ে অত্যন্ত অসন্তুষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা গিয়েছে এয়ার টার্বুল্যান্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর বিমান। এই ঘটনার পরই রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা, জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, খবর সূত্রের।
এদিকে, হঠাৎ বিমান নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রুট ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে বিভ্রাট’।
এদিন উত্তরপ্রদেশ থেকে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে উত্তরপ্রদেশে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে মমতাকে। তা নিয়ে তাঁকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষও। মহিলা মুখ্যমন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভ ঘিরে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তা নিয়ে মুখ খোলেন দিলীপও। কিন্তু তাঁর বক্তব্য, “নারী কেন, উনি তো বাঘিনী! বাঘিনী আবার নারী হয় নাকি! উত্তরপ্রদেশে গিয়ে নারী হয়ে গেলেন উনি!”
দিলীপ আরও বলেন, “উনি গিয়েছেন, ভালই করেছেন। কাশী গিয়ে অন্তত দেখে আসুন উন্নয়ন কাকে বলে। তার পর কালীঘাটকে অন্তত কাশী করার চেষ্টা করে দেখুন। উনি এখানে সবাইকে কালো পতাকা দেখান। এক আধবার নিজেও দেখে বুঝুন যে কেমন লাগে।”
বুধবার প্রকাশিত ১০৮ পুরসভার নির্বাচনী ফলাফলে একটি পুরসভাও দখল করতে পারেনি বিজেপি। তবে তার জন্যও তৃণমূলকেই দায়ী করেন দিলীপ।