Mamata Banerjee Head Injury : 'বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে', মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে নতুন কী বললেন SSKM অধিকর্তা?
Mamata Banerjee Injury: এসএসকেএম অধিকর্তা মেডিক্য়াল বুলেটিনে মন্তব্য় করেন, 'পিছন থেকে ধাক্কা' মারার ফলে পড়ে যান মুখ্যমন্ত্রী। তবে পরে অন্য ব্যাখ্যা দেন মণিময়।
ঝিলম করঞ্জাই, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee ) শারীরিক অবস্থা স্থিতিশীল। এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, মুখ্য়মন্ত্রীর শারীরিক অবস্থা (Mamata Banerjee Head Injury সন্তোষজনক। সূত্রের খবর, শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য় আজ এসএসকেএমে আসতে পারেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
বৃহস্পতিবারই নিজের বাড়িতে পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী। এদিন এসএসকেএম ( SSKM ) অধিকর্তা মেডিক্য়াল বুলেটিনে মন্তব্য় করেন, 'পিছন থেকে ধাক্কা' মারার ফলে পড়ে যান মুখ্যমন্ত্রী। তবে এই পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় ( SSKM Director ) বলেন, 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাননি তিনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। '
শুক্রবার সকালেও মণিময় নিজের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী পড়ে যাওয়ার সময় তাঁর পিছন থেকে ধাক্কা মারার মতো অনুভূতি হয়েছিল। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। তিনি আরও বলেন, 'আমাদির কাজ চিকিৎসা দেওয়া, আমরা তা দিচ্ছি'
এসএসকেএমের ডিরেক্টর বৃহস্পতিবারও তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন, 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাননি তিনি। আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়, কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি। এটা তাঁর মনে হয়েছিল'
মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা আঘাত পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা পাঠান রাহুল গাঁধী অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন, নবীন পট্টনায়ক প্রমুখ। তাঁদের সকলকে এক্স হ্যান্ডলে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন :
নন্দীগ্রামে পা-ভাঙা থেকে মাথার গভীর ক্ষত, একের পর এক চোটে জর্জরিত মুখ্যমন্ত্রী
Grateful for your prayers and good wishes, PM @narendramodi ji. Thank you. https://t.co/fKHvvjQEbh
— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2024