Mamata Banerjee: নবান্নে বিড়লা-কর্তার সঙ্গে সাক্ষাৎ, রাজ্যে বিনিয়োগ আসছে, জানালেন মমতা
Kumar Mangalam Birla: মঙ্গলবার নবান্নে কুমার মঙ্গলমের সঙ্গে সাক্ষাৎ হয় মমতার।
কলকাতা: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লার। সোশ্যাল মিডিয়ায় সাক্ষাতের ছবি পোস্ট করলেন মমতা। জানালেন, শিল্পপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতই ছিল যদি। কিন্তু বাংলায় বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছেন কুমার মঙ্গলম। রাজ্যে সিমেন্ট এবং রং তৈরির কারখানা গড়ে তুলতে তিনি আগ্রহী বলে জানিয়েছেন মমতা। (Mamata Banerjee)
মঙ্গলবার নবান্নে কুমার মঙ্গলমের সঙ্গে সাক্ষাৎ হয় মমতার। এর পর সোশ্যাল মিডিয়ায় শিল্পপতির সঙ্গে ছবি পোস্ট করে মমতা লেখেন, 'আজ বিকেলে নবান্নে আদিত্য বিড়লা গ্রুপের চেয়ারম্যান কুমার মঙ্গলমের সঙ্গে সাক্ষাৎ হল। এটি যদিও বা সৌজন্য সাক্ষাৎ ছিল, উনি বাংলায় ব্যবসার সুযোগ, এখানে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন আমাকে'। (Kumar Mangalam Birla)
মমতা এদিন আরও লেখেন, 'সিমেন্ট এবং রং উৎপাদন-সহ বিভিন্ন প্রকল্পে বাংলায় ওঁদের ৫০০০ কোটি বিনিয়োগের প্রকল্প হচ্ছে। একই সঙ্গে শহরে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা রয়েছে ওঁদের। আরও নতুন কিছু বিনিয়োগেরও পরিকল্পনা রয়েছে ওঁদের। এসব নিয়ে আলোচনা হয়েছ এবং আমি ওঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছি'।
Mr Kumar Mangalam Birla, Chairman of the Aditya Birla group, met me at Nabanna today afternoon.
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2024
While this was a courtesy visit, he discussed with me the business opportunities of Bengal and their investment intentions here.
They are having ongoing/ in- pipeline projects worth… pic.twitter.com/NHRe2cvzoN
আরও পড়ুন: Adhir Chowdhury: প্রদেশ কংগ্রেসে এবার সভাপতি বদল? সরাসরি খড়গেকে নিশানা অধীরের
কর্মসংস্থানের লক্ষ্যে রাজ্যে মোটা টাকা বিনিয়োগ হতে চলেছে বলে গত সপ্তাহেই জানায় রাজ্য সরকার। মমতার উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, নবান্নে শিল্প সভার আয়োজন হয়েছিল। সেখানে ১০ হাজার কোটি বিনিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান। এতে ২.৫ লক্ষ কর্মসংস্থান হবে বলেও জানানো হয়।
সিঙ্গুর-নন্দীগ্রাম পর্বের পর রাজ্যে শিল্পের খরা নিয়ে প্রায়শই রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা দেয় বিরোধী দলগুলি। সেই আবহে সরকারকে অবিরাম লড়াই চালিয়ে যেতে হচ্ছে বলে সম্প্রতিই মন্তব্য করেন শশী পাঁচা। তিনি জানান, বন্ধ কারখানা এবং শিল্প করিডরোরে পাশাপাশি, উদ্বৃত্ত জমিগুলিতে নতুন শিল্প গড়ার ভাবনা চিন্তা চলছে। জমি চিহ্নিতকরণের কাজ চলছে বলেও জানান শশী।