India Open: ভারতে দূষণ, আবর্জনা! নাম প্রত্যাহার তারকাদের, পাল্টা কথা শোনালেন শ্রীকান্ত, জানালেন ভয়াবহ ঘটনা
Badminton News: পাল্টা দিলেন কিদাম্বি শ্রীকান্ত । জানালেন, তাঁদেরও অনেক প্রতিবন্ধকতা সামলে খেলতে হয় অন্যান্য দেশে ।

নয়াদিল্লি: দিল্লির দূষণ নিয়ে তীব্র সমালোচনা করে টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ালেন বিশ্বের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা । পাল্টা তাঁর অভিযোগ উড়িয়ে দিলেন ভারতের বিখ্যাত শাটলার কিদাম্বি শ্রীকান্ত । সব মিলিয়ে বিতর্কে জেরবার ইন্ডিয়া ওপেন (India Open) ।
ভারতের আবহাওয়া ব্যাডমিন্টন খেলার জন্য উপযোগী নয় । চাঞ্চল্যকর অভিযোগ তুলে ডেনমার্কের বিখ্যাত ব্যাডমিন্টন তারকা আন্দ্রেস আনটনসেন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন । তার আগে তাঁর দেশেরই আরও এক শাটলার - মিয়া ব্লিচফেল্ডও একই অভিযোগ তুলেছিলেন । বলেন যে, নয়াদিল্লি অপরিষ্কার । চারদিকে নাকি মলমূত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে ।
এবার পাল্টা দিলেন কিদাম্বি শ্রীকান্ত । জানালেন, তাঁদেরও অনেক প্রতিবন্ধকতা সামলে খেলতে হয় অন্যান্য দেশে । ডেনমার্কের তারকার সমালোচনার জবাব দিতে সেই দেশের ঘটনাও টেনে এনেছেন শ্রীকান্ত । বিশ্বের এক সময়কার এক নম্বর তারকা শ্রীকান্ত বলেছেন, 'আমি জানি না মিয়া ঠিক কী বলেছে । তবে আমার অভিজ্ঞতা এরকম কিছু হয়নি । দারুণ পরিবেশ । কিছুই খারাপ হয়নি । ২০১৬-১৭ সালে ডেনমার্কে খেলতে গিয়ে ম্যাচ চলাকালীন পাওয়ার কাট হয়েছিল । প্রণয় আমাকে বলেছিল কীভাবে ওকে একটা ম্যাচ দুদিন ধরে খেলতে হয়েছিল । আমরা এসব বলি না ।'
গত বছরে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন । এরপরেই দিল্লির জন্য তৈরি হচ্ছিলেন আটসেনসন । কিন্তু, দিল্লির প্রবল খারাপ আবহাওয়ার জন্য নাম তুলে নিলেন তিনি । নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি তুলে ধরেছেন তিনি । ইন্সস্টাগ্রামের একটি পোস্টে জানান, দিল্লির চরম দূষণের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই নিজের নাম তুলে নিয়েছেন তিনি । এই নাম তুলে নেওয়ার জন্য তাঁকে ব্যাডমিন্টন নিয়ামক সংস্থার পক্ষ থেকে প্রায় ৫ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি ।
View this post on Instagram






















