Mamata Banerjee : 'সিপিএম, কংগ্রেস, বিজেপির কুৎসার জবাব মানুষের' প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের
Asansol Ballygunge By Election Result : আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনের জয়ের পর কালীঘাট মন্দিরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : বালিগঞ্জ (Ballygunge By Election) ও আসানসোলে (Asansol BY Election) বিপুল জয়ের পর কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি ভোটের ফলাফল প্রসঙ্গে বিরোধীদের একযোগে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো। 'সিপিএম (CPM), কংগ্রেস (Congress), বিজেপির (BJP) কুৎসা, অপপ্রচারের জবাব দিয়েছে মানুষ'। প্রতিক্রিয়া তৃণমূল নেত্রীর। পাশাপাশি তিনি ধন্যবাদ জানালেন ভোটারদের।
আসানসোল-বালিগঞ্জ উপনির্বাচনের ফলাফল
জোড়া উপনির্বাচনে জোড়া জয় পেয়েছে তৃণমূল। আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ী শত্রুঘ্ন সিন্হা। ৩ লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী। গত দু'বারের লোকসভা নির্বাচনে ব্যর্থ হলেও শেষমেশ আসানসোল লোকসভায় জিতল তৃণমূল। এই প্রথমবারের জন্য আসানসোল লোকসভা এল ঘাসফুল শিবিরের দখলে। পাশাপাশি বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়ী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জে ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। বালিগঞ্জ বিধানসভায় ২ নম্বরে উঠে এসেছে বামেরা। বিজেপি-কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়েছে বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া
দুই উপনির্বাচনের জয়ের পর কালীঘাট মন্দিরে পুজো দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। মানুষের এই ভালবাসা, আর্শীবাদ আমাদের আরও ভাল করে কাজ করতে উদ্বুদ্ধ করবে। সিপিএম, কংগ্রেস, বিজেপির কুৎসা, অপপ্রচারের জবাব দিয়েছে মানুষ।'
View this post on Instagram
আরও পড়ুন- "অপরিণত নেতাদের জন্যই উপনির্বাচনে এই ফল'', তোপ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর