Ganga Ghat: গঙ্গার ঘাটের অবস্থা দেখে ক্ষোভপ্রকাশ মমতার, মেরামতি করতে তড়িঘড়ি তৎপর পুরসভা!
Kolkata Ganga River Bank: কাজ চলাকালীন এদিন গঙ্গার ঘাট পরিদর্শনে যান মেয়র পারিষদ আলো সন্দীপরঞ্জন বক্সী ও পুরসভার বিভিন্ন বিভাগের ডিজি ও পুর আধিকারিকরা।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: বারাণসীর (Benaras) ধাঁচে কলকাতায় (Kolkata) গঙ্গা (Ganga) আরতি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গঙ্গার ঘাটের অবস্থা দেখে ক্ষোভপ্রকাশ করেন তিনি। এরপরই তত্পর হল কলকাতা পুরসভা। সকাল থেকে গঙ্গার ঘাটে কাজ শুরু করেন পুর কর্মীরা। আলো লাগানো থেকে শুরু করে জঞ্জাল পরিষ্কারের পাশাপাশি, ফুটপাতের পেভার ব্লক মেরামত করা হয়। যে সমস্ত জায়গায় গাছের গোড়ায় বাঁধানো অংশে ফাটল ধরেছে, সেগুলিও মেরামত করারও কাজ শুরু হয়েছে।
দ্রুত প্লাস্টিকের ছাউনি খুলে ফেলতে বলা হয়েছে হকারদের। কাজ চলাকালীন এদিন গঙ্গার ঘাট পরিদর্শনে যান মেয়র পারিষদ আলো সন্দীপরঞ্জন বক্সী ও পুরসভার বিভিন্ন বিভাগের ডিজি ও পুর আধিকারিকরা।
কলকাতায় ফের গঙ্গারতি চালুর কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, “ আমাদের দেখতে হবে যে, যেখানে লোক পড়ে যাবে না, সব ব্যবস্থা করে, তাতে আমার দু’বছর সময় লাগলে কিছু যায় আসে না, বা লোকে যাতে পড়ে না যায়, আরতিটা দেখতে পায়, এমন একটা জায়গায় করতে হবে যেখানে মন্দির আছে, যেখানে একটু বসার জায়গা আছে, যেখানটা লোকে মনে করে শান্তির পীঠস্থান, সেরকম জায়গা দেখে কিন্তু এটা কলকাতা পুরসভাকে আমি একটা দায়িত্ব দিচ্ছি করার জন্য।”
আরও পড়ুন, গঙ্গা আরতির পক্ষে সওয়াল মমতার, নরম হিন্দুত্বের পথে তৃণমূল! উঠছে প্রশ্ন
উত্তরপ্রদেশের বারাণসীর গঙ্গারতি দেখতে সেখানে ছুটে যান বহু মানুষ। কয়েকমাস আগে উত্তরপ্রদেশ সফরে গিয়ে বারণসীর গঙ্গারতি দেখতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। এবার যোগী-রাজ্যের কথা উল্লেখ করেই, কলকাতায় সেই ধাঁচে গঙ্গারতির ব্যাপারে উদ্যোগী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বারাণসীর ধাঁচে এ বার কলকাতায় গঙ্গারতির ব্যাপারে উদ্যোগী হওয়া নিয়ে রাজনৈতিক মহলে জোরাল হচ্ছে একটাই প্রশ্ন,এটা কি বিজেপির ‘কট্টর হিন্দুত্ব’র পাল্টা তৃণমূলের ‘নরম হিন্দুত্ব’র কৌশল? বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করে। তারই পাল্টা কি এবার ‘নরম হিন্দুত্ব’র তাস খেলতে চাইছে তৃণমূল? রাহুল গাঁধী, অরবিন্দ কেজরিওয়ালের পথেই কি হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়?