Mamata Banerjee: 'গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না', বৈঠকে নেতা-পুলিশদের কড়া বার্তা মমতার
Mamata Banerjee on Hawkers Issue: ফের পুলিশ-নেতাদের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, 'হকার উচ্ছেদ লক্ষ্য নয়। হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে।
কলকাতা: সোমবার নবান্নের (Nabanna) বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া বার্তার পর জেলায় জেলায় জোরকদমে চলছে ফুটপাথ সাফাই অভিযান। রাস্তার ধারে বেআইনি নির্মাণ ভাঙতে চলছে বুলডোজারও। এদিকে এই গোটা প্রক্রিয়া নিয়ে পুলিশ-প্রশাসন এবং দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আজ সাতটি কর্পোরেশনের মেয়র, পুরসভার চেয়ারম্যান, জেলাশাসক, পুলিশ সুপারদের বৈঠকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সেখান থেকে ফের পুলিশ-নেতাদের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বলেন, 'হকার উচ্ছেদ লক্ষ্য নয়। হকারির জায়গায় গোডাউন তৈরি করে ফেলছে। হকার ইউনিয়নগুলোর দেখা উচিত। এক একজন হকার চারটি করে ডালা বসাচ্ছে। পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না।'
এরপরই মমতার কথায়, 'গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই। বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না। যত বড়ই নেতা হোক, কাউকে ছেড়ে কথা বলব না। স্থানীয় কাউন্সিলরা চোখে দেখেও দেখেন না কিছু। প্লাস্টিক ব্যবহার না করলেই ভাল। কতদিন সময় লাগবে এসব কাজ করতে। স্টল নাম্বার দেওয়া হোক। গড়িয়াহাটে তো হাঁটাই যাচ্ছে না। বেকার করে দেওয়া, চাকরি খাওয়ার অধিকার আমার নেই।'
জবরদখলে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, আর কী কী জানিয়েছেন তিনি?
- 'হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক'
- 'প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলবেন, হবে না'
- 'যে নেতার জায়গায় এটা হবে, সে গ্রেফতার হবে'
- 'নগরোন্নয়ন সচিব, পুর সচিব জেলায় জেলায় ঘুরে হকার জোন ঠিক করবেন'
- 'বিপজ্জনক বাড়ি সংস্কার না হলে, অধিগ্রহণ করে নিতে হবে'
- 'আদালতকে বোঝাতে হবে, মানুষের প্রাণ সবার আগে'
- 'বিপজ্জনক বাড়ি কেনার জন্য একটা তহবিল গড়ার কথা ভাবা হবে'
উল্লেখ্য, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'আমি তো বলেছি, যে হকাররা আছে, তারা আমাদের ভাই-বোন। এর থেকে বেশি যেন আর না বাড়ে'। ফুটপাতজুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে, সোমবার অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই শহর থেকে জেলায় হকার উচ্ছেদ চলছে, যা নিয়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষও। তবে মুখ্যমন্ত্রীর নয়া বার্তায় কীভাবে কাজ হয় সেদিকেই তাকিয়ে শহর-জেলা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে