Mamata Banerjee Dharna Live: 'তিন তিনবার হেরেছিল, হাতে ধরে জিতিয়ে এনেছিলাম', শুভেন্দুকে আক্রমণে তৃণমূলনেত্রী
আজ শহরে পরপর মেগা ইভেন্ট। বকেয়া ডিএ-র দাবিতে টানা আন্দোলন। ১১০ মিটার দূরে অভিষেকের সভা। অম্বেডকর মূর্তির নিচে ধর্নায় মুখ্যমন্ত্রী।

Background
কলকাতা : বুধবার কলকাতার প্রাণকেন্দ্রজুড়ে একের পর এক হাইভোল্টেজ কর্মসূচি ! কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ( Mamata Banerjee ) । বকেয়া ডিএ-র ( DA ) দাবিতে শহিদ মিনার চত্বরে সরকারি কর্মীদের আন্দোলন ( DA Agitation ) পা দেবে ৬২ দিনে। আর সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। যেখানে প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) ।
ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়
পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলে দু’দিনের ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে আজ বেলা ১২টা থেকে কাল সন্ধে পর্যন্ত ধর্না চলবে। মুখ্যমন্ত্রীর ধর্না চললেও, সচল রাখা হবে রেড রোড। আম্বেদকর মূর্তির সামনে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। এখানেই ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চের দু’পাশে তৈরি করা হয়েছে দুটি অস্থায়ী ছাউনি। সেখানে অন্যদের বসার ব্যবস্থা করা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা
শহিদ মিনার চত্বরে DA-ধর্নামঞ্চের ১০০ মিটার দূরে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। বকেয়া DA-আদায়ে আজ অভিনব অনশন কর্মসূচির পরিকল্পনা করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। অশান্তি এড়াতে DA-মঞ্চ ও TMCP-র সভাস্থলের মাঝে তৈরি করা হয়েছে বাঁশ আর টিনের ব্যারিকেড। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, DA-মঞ্চের মঞ্চের দিকে কেউ ঢুকতে পারবেন না।
Mamata Banerjee Dharna Live : 'তিন তিনবার হেরেছিল, হাতে ধরে জিতিয়ে এনেছিলাম', শুভেন্দুকে আক্রমণে তৃণমূলনেত্রী
ধর্নায় বসা নিয়ে শুভেন্দুর কটাক্ষ, পাল্টা আক্রমণে মমতা । নাম না করে শুভেন্দু অধিকারীর সম্পত্তি নিয়ে পাল্টা আক্রমণে তৃণমূলনেত্রী। 'কটা বাড়ি, কটা ট্রলার, কটা পেট্রোল পাম্প, কটা বাড়ি, আরও অনেক আছে, বললাম না'। 'সংবিধান নিয়েও জ্ঞান দিচ্ছে, নতুন করে দয়ার সাগরের জন্ম হয়েছে কিনা জানি না'। 'কথা বলতে শিখিয়েছিলাম, তিন তিনবার হেরেছিল, হাতে ধরে জিতিয়ে এনেছিলাম'। সম্পত্তি নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণে তৃণমূলনেত্রী।
Mamata Banerjee Dharna : আইন দিয়ে আইনকে বুঝে নেওয়ার হুঙ্কার মমতার
যারা ইডি-সিবিআই, বিএসএফের হয়ে বাড়াবাড়ি করছেন, চাকরি জীবন কিন্তু পড়ে আছে। আইন দিয়ে আইনকে বুঝে নেওয়ার হুঙ্কার মমতার।






















