Suvendu Adhikari : শুভেন্দুর কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয় : বিচারপতি মান্থা
রাজ্য পুলিশ নোটিস পাঠালেও তাতে সাড়া দেওয়ার প্রয়োজন নেই, নির্দেশ বিচারপতির।
সৌভিক মজুমদার, কলকাতা : শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) কনভয়ের ধাক্কায় মৃত্যুর অভিযোগে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট নয়। এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা ( Rajasekhar Mantha)। এছাড়াও নির্দেশ, নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়। অন্তর্বর্তী নির্দেশে আদালত জানাল, তদন্ত চালাতে পারবে রাজ্য। মামলার পরবর্তী শুনানি ১৩ জুন। মামলা বিচারাধীন, রাজ্য পুলিশ নোটিস পাঠালেও তাতে সাড়া দেওয়ার প্রয়োজন নেই, নির্দেশ বিচারপতির।
চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় এক ব্য়ক্তির মৃত্য়ুর ঘটনায় চলতি মাসের ১১ তারিখ রাজ্য় সরকারের কাছে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি CID-র থেকে কেস ডায়রি তলব করেন বিচারপতি রাজাশেখর মান্থা। তখন আজ অর্থাৎ বুধবারের মধ্য়ে রিপোর্ট ও কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।
আরও পড়ুন :
'ভগবান বাংলাকে বাঁচান', এগরায় মৃতদেহ লোপাটের অভিযোগ শুভেন্দুর, আজই যাচ্ছেন ঘটনাস্থলে
ময়নায় বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে খুনের ঘটনার রেশ কাটার আগেই অর্থাৎ ৪ মে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে, শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ির ধাক্কায়, শেখ ইশরাফিল খান নামে এক ব্য়ক্তির মৃত্য়ু হয় বলে অভিযোগ ওঠে। জেলাজুড়ে এনিয়ে পথে নামে তৃণমূল। চণ্ডীপুর থানায় দায়ের হয় FIR।
তারপর ঘটনার তদন্তভার হাতে নেয় CID। তার পরদিনই, এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ করেন, যে রুটে তাঁর কনভয় যাচ্ছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য সরকার। সেইদিন রাজ্য়ের তরফে আদালতে দাবি করা হয়, মাঝে মধ্য়েই পাইলট কারকে অতিক্রম করে চলে যায় শুভেন্দু অধিকারীর কনভয়। পাল্টা শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, ২৫ বছরের পুরনো পাইলট কার দেওয়া হলে কী করব? পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, এই মামলায় কাউকে জিজ্ঞাসাবাদ নয়, জানান বিচারপতি রাজাশেখর মান্থা।