হাওড়া থেকে মশাগ্রাম হয়ে জুড়বে বাঁকুড়া, অটো সিগনাল সহ একাধিক কাজের জন্য প্রভাব ট্রেন চলাচলে ; জেনে নিন আপডেট
Mashagram Station : ১৪ তারিখ সকাল ৯টা থেকে শুরু হবে কাজ। চলবে ১৭ তারিখ রাত ৯টা পর্যন্ত।
কলকাতা : ১৪ থেকে ১৭ নভেম্বর। বড়সড় কাজ হতে চলেছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মশাগ্রাম স্টেশনে। ইয়ার্ড রিমডেলিং ও অটো সিগনাল ব্যবস্থাকে ঢেলে সাজানো। কারণ ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। মশাগ্রাম স্টেশনকে কেন্দ্র করে একপ্রকার জুড়ে যাচ্ছে হাওড়া ও বাঁকুড়া। বাঁকুড়া থেকে সোনামুখী, রায়নগর (রায়না) হয়ে মশাগ্রাম পর্যন্ত ট্রেন পরিষেবা ইতিমধ্যেই চালু রয়েছে। এবার মশাগ্রাম স্টেশনে প্রয়োজনীয় কাজটুকু হয় গেলেই লাইন সম্প্রসারিত হয়ে যাবে হাওড়ার সঙ্গে। ফলে অনায়াসেই দূরপাল্লার ট্রেন চালানো সম্ভব হবে ওই লাইনে।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের DRM সঞ্জীব কুমার জানিয়ে দিয়েছেন, ওই চারদিন মশাগ্রাম থেকে শক্তিগড় স্টেশন পর্যন্ত অটো সিগনালিং সিস্টেমের কাজ সম্পূর্ণ করা হবে। ১৪ তারিখ সকাল ৯টা থেকে শুরু হবে কাজ। চলবে ১৭ তারিখ রাত ৯টা পর্যন্ত। আর একবার এই কাজ হয়ে গেলে অনেক কম সময়ে হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত ট্রেনে করে যাওয়া সম্ভব হবে। রেলপথে জঙ্গলমহলের সঙ্গে অন্যান্য এলাকার দূরত্বও অনেকটাই কমে যাবে। ভবিষ্যতে এই রুটে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হিসাবে কাজ করবে মশাগ্রাম স্টেশন। DRM-ও এ বাঁকুড়া ভায়া মশাগ্রাম ট্রেন চলাচলের ব্যাপারে আশাপ্রকাশ করেছেন।
এদিকে, সিগনাল ব্যবস্থার এই কাজের জন্য অনেক ট্রেনের পরিষেবা এই চারদিন, অর্থাৎ ১৪ থেকে ১৭ নভেম্বর বাতিল থাকবে। বেশকিছু ট্রেনকে ঘুরপথেও চালানো হবে।
বাতিল কোন কোন দূরপাল্লার ট্রেন
১২৩৩৭ | HWH-BHP শান্তিনিকেতন এক্সপ্রেস |
১৩০২৭ | HWH-AZ কবিগুরু এক্সপ্রেস |
১২৩৪৭ | HWH-RPH SUF এক্সপ্রেস |
১৩১৮৭ | SDAH-RPH এক্সপ্রেস |
২২৩২১ |
HWH - SUR হুল এক্সপ্রেস |
১২৩৮৩ | SDAH-ASN ইন্টারসিটি এক্সপ্রেস |
১৩১৭৯ | SDAH-SURI মেমু এক্সপ্রেস |
১৩০১৭ | HWH-AZ গণদেবতা এক্সপ্রেস |
১২৩৩৮ | BHP - HWH শান্তিনিকেতন এক্সপ্রেস |
১৩০২৮ | AZ - HWH কবিগুরু এক্সপ্রেস |
১২৩৪৮ | RPH-HWH SUF এক্সপ্রেস |
১৩১৮৮ | RPH-SDAH এক্সপ্রেস |
২২৩২২ | SUR-HWH হুল এক্সপ্রেস |
১২৩৮৪ | ASN - SDAH ইন্টারসিটি এক্সপ্রেস |
১৩১৮০ | SURI- SDAH এক্সপ্রেস |
১৩০১৮ | AZ-HWH গণদেবতা এক্সপ্রেস |
আরও পড়ুন : মশাগ্রাম হয়ে বাঁকুড়ার সঙ্গে জুড়ে যাচ্ছে হাওড়া, বিশেষ ঘোষণা রেলের ; যাত্রীরা কি দৈনিক ট্রেন পাবেন ?
নতুন এই লাইনে ট্রেন চললে হাওড়া থেকে বাঁকুড়া স্টেশনের দূরত্ব ২৩০ কিলোমিটার থেকে কমে দাঁড়াবে ১১৮ কিলোমিটার। রেল আশাবাদী, মেল এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি মালগাড়িও চালাতে পারবে এই লাইনে।