Expired Medicine Controversy: মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, মেদিনীপুরে শোকজ ৩ চিকিৎসক সহ ৫
West Midnapore News: মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ-উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে এবার, পুরসভার স্বাস্থ্য দফতরের ৩ চিকিৎসক-সহ ৫ জনকে শো-কজ করা হল।
সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর: মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে উঠেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ। এই ঘটনায়, পুরসভার স্বাস্থ্য দফতরের ৩ চিকিৎসক-সহ ৫ জনকে শো-কজ করলেন চেয়ারম্যান। পাশাপাশি ২ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
মেয়াদউত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ: মেদিনীপুর পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগে এবার, পুরসভার স্বাস্থ্য দফতরের ৩ চিকিৎসক-সহ ৫ জনকে শো-কজ করা হল। মেদিনীপুর শহরের অলিগঞ্জের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্ত। তিনি মেদিনীপুর পুরসভার প্রাক্তন কর্মী। তাঁর দাবি, গত ২৮ অক্টোবর তিনি পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে যান। তাঁর অভিযোগ, সেখান থেকে প্রেসারের জন্য যে ওষুধগুলো দেওয়া হয়, সেগুলিই ছিল মেয়াদ উত্তীর্ণ। অভিযোগকারী চণ্ডীপ্রসাদ দত্ত বলেন, "এইগুলো যখন খেতে যাচ্ছি, আমার জামাই এসেছিল। জামাই বলল, বাবা এই ওষুধগুলো খেয়েছ? আমা বললাম, না, খাইনি। বলল- তাহলে এক কাজ কর, এগুলো আর খেয়ো না, এগুলো এক্সপায়ার্ড। এই রকম ওষুধ খেলে তো আমি মারা যাব।''
এই অভিযোগ সামনে আসার পর রীতিমতো আলোড়ন পড়ে যায়। অভিযোগকরী বলেন, "আজকে গেছিলাম, অভিযোগ জানিয়ে এসেছি। আমি চাই এরকম যেন না হয়। কেন ঘটবে?'' মেদিনীপুরের পুরপ্রধান জানিয়েছেন, এই ঘটনায়, ৩ চিকিৎসক-সহ স্বাস্থ্য দফতরের ৫ কর্মীকে শোকজ করার পাশাপাশি, পুরসভার এক্সিকিউটিভ অফিসার ও ফিনান্স অফিসারকে নিয়ে ২ সদস্যর তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। ৩ দিনের মধ্যে ওই ৫ জনকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, "পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি ঠিকঠাক ভাবে খতিয়ে দেখার জন্য বলেছি।''
এর আগে মালদায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। ঘটনাস্থল পুরাতন মালদার মৌলপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্র। মারাত্মক এই অভিযোগ করেছিলেন এক রোগী। গত ২৯ অক্টোবর বাড়িতে আহত হন পুরাতন মালদার সারদা কলোনির বাসিন্দা বসুদেব ঘোষ। মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান। নভেম্বরের ৩ তারিখ আবার ওই হাসপাতালে যান। রোগীর দাবি, সেই সময় কর্তব্যরত চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী তাঁকে যে ট্যাবলেট দেওয়া হয় তা মেয়াদ উত্তীর্ণ। জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন রোগী। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিষয়টি স্বীকারও করে নেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tab Scam: 'জালিয়াতির মূল পাণ্ডা স্কুলেরই শিক্ষক ও কর্মীদের একাংশ' ট্যাব কেলেঙ্কারির পর্দাফাঁস