Monitory Fraud: ফুড সেফটি অফিসার সেজে প্রতারণা ! কাঁড়ি-কাড়ি টাকা খোয়ালেন ব্যবসায়ীরা
খাদ্য দফতরের ফুড সেফটি অফিসার সেজে প্রতারণার অভিযোগে পুলিশের জালে ২ প্রতারক। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘটনা
![Monitory Fraud: ফুড সেফটি অফিসার সেজে প্রতারণা ! কাঁড়ি-কাড়ি টাকা খোয়ালেন ব্যবসায়ীরা Monitory Fraud In Name Of Government Food Officer, Businessmen Fall In Trap, two arrested Monitory Fraud: ফুড সেফটি অফিসার সেজে প্রতারণা ! কাঁড়ি-কাড়ি টাকা খোয়ালেন ব্যবসায়ীরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/15/419b0295512f50c32e8ac8547c4c452b_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : আবার প্রতারণা। এবার নতুন ছকে। ফুড লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে প্রতারণার জাল পাতা হয়েছিল পূর্ব মেদিনীপুরে ।
জানা গিয়েছে, প্রতারকদের টার্গেট ছিলেন লাইসেন্সহীন দোকানের মালিকরা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ। গ্রেফতার দুই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, প্রতারণার কারবার শুরু করার আগে ধৃত প্রদীপ রুদ্র ও চিন্ময় সামন্ত মাসখানেক আগে মেচোগ্রামের একটি বাড়ি ভাড়া নেন।
অভিযোগ, খাদ্য দফতরের ফুড সেফটি অফিসার বলে পরিচয় দিয়ে মেচোগ্রামের বিভিন্ন দোকানে ঘুরে ব্যবসায়ীদের ফুড লাইসেন্স পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা নেন দুই অভিযুক্ত। বেসরকারি সংস্থার মাধ্যমে খাদ্য সংরক্ষণের প্রশিক্ষণ দেওয়ার নামেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ।
প্রতারিত ব্যবসায়ী বাদল করের অভিযোগ, নকল খাদ্য দফতরের ফুড সেফটি অফিসার বলেছিল ফুড লাইসেন্স করে দেবে , তার বিনিময়ে টাকাও নেয়। প্রতারিত আরেক ব্যবসায়ী দীপককুমার দিন্দা জানান, খাদ্য সংরক্ষণের প্রশিক্ষণও দেওয়া হবে বলে কথা দেন বলেছিল নকল অফিসাররা। তাই টাকা দিয়েছিলেন তিনি।
রবিবার একইভাবে টাকা তুলতে এসেছিল দুই অভিযুক্ত। সন্দেহ হওয়ায় ব্যবসায়ীরা থানায় খবর দেন। পাঁশকুড়া থানার আইসি, আশিস মজুমদার জানান, পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দেওয়ার রিসিটও মিলেছে।
প্রতারণা চক্রে আরও কেউ রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)