Mukul Roy: সজ্ঞানেই দিল্লি গিয়েছেন, দাবি মুকুলের, বললেন, ‘CPM-কে হটানোই লক্ষ্য’
Mukul Roy in Delhi: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এমনিতেই তেতে রয়েছে রাজনীতির পারদ।
নয়াদিল্লি: কেউ জোরাজুরি করেননি। সজ্ঞানে দিল্লি গিয়েছেন তিনি। পরিবারের দাবি খণ্ডন করে জানালেন মুকুল রায় (Mukul Roy)। বিজেপি-র (BJP) হাত ধরে সক্রিয় রাজনীতিতে ফের ফিরতে চান বলেও জানালেন। কিন্তু বাংলায় কার বিরুদ্ধে লড়াই করতে চান জানতে চাইলে, তৃণমূলের (TMC) আগে CPM-এর নাম নিলেন মুকুল।
সটান বিমান ধরে দিল্লি উড়ে এসেছেন মুকুল
আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এমনিতেই তেতে রয়েছে রাজনীতির পারদ। সেই আবহে নতুন করে শোরগোল ফেলে দিয়েছেন মুকুল। প্রথমে পরিবারের তরফে নিখোঁজ হয়ে গিয়েছেন বলে অভিযোগ জমা পড়ে। তার পর দেখা যায়, সটান বিমান ধরে দিল্লি উড়ে এসেছেন মুকুল। গেরুয়া শিবিরে ফেরার অপেক্ষায় তিনি।
বিজেপি-র টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে জেতা মুকুল এখন কোন শিবিরে, সদুত্তর নেই কারও কাছেই। তবে মুকুলের দাবি, তিনি বিজেপি-তে ছিলেন, আছেন এবং থাকবেন। শারীরিক অসুস্থতার জন্য কিছুদিন সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। এখন ফের পদ্মশিবিরে দাপিয়ে খেলতে প্রস্তুত তিনি।
বিজেপি-র হয়ে খেলতে নেমে তাহলে তৃণমূলকেই নিশ্চয়ই গোল দিতে চাইবেন তিনি! বঙ্গ রাজনীতিতে এ বার তাহলে কী লক্ষ্য নিয়ে নামছেন তিনি। জবাব দিতে গিয়েই বিপত্তি বাঁধালেন মুকুল। তাঁর বক্তব্য়, “একশো বার করব! বিজেপি-র সক্রিয় ভাবে বাংলা থেকে CPM-কে হটানোর লক্ষ্য থাকবে।” মাঝখানে থামিয়ে স্মরণ করিয়ে দিতে হল, বিজেপি-র সবচেয়ে বড় প্রতিপক্ষ এখন শাসকদল তৃণমূল। তাতে মুকুল বললেন, “লড়াইটা তৃণমূলকে হটানোরই।”
আরও পড়ুন: 'তৃণমূলে প্রত্যাবর্তনের সময় মানসিক অবস্থা ঠিক ছিল না' TMC সম্পর্কে বিস্ফোরক মুকুল
যে তৃণমূলকে নিজের হাতে তৈরি করেছিলেন, সেই তৃণমূল সম্প্রতি জাতীয় দলের মর্যাদা হারিয়েছে। তা নিয়ে প্রশ্ন করলে নরম সুরই ধরা পড়ে মুকুলের গলায়। তিনি বলেন, “তৃণমূল ঠিক ভাবে যোগাযোগ করেছে বলে মনে হয় না। তাই মর্যাদা চলে গিয়েছে। আবার চেষ্টা করলেই ফিরে আসবে।“
ছেলে শুভ্রাংশুও কি তাহলে ফের বিজেপি-তে ফিরবেন? জবাবে মুকুল আরও বলেন, তাঁর বক্তব্য, “বাংলায় যদি সার্বিক ভাবে CPM এবং কংগ্রেসের বিরুদ্ধে দল করতে হয়, তৃণমূলের বিরুদ্ধে দল করতে হয়, তাহলে তৃণমূলের বিরুদ্ধেই থাকা উচিত।”
এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন মিটতেই ছেলে শুভ্রাংশু রায়কে নিয়ে তৃণমূলের পতাকা হাতে দেখা যায় মুকুলকে। সেই সময় পঞ্চায়েত নির্বাচনের আগে অসংলগ্ন কথা বলতে শোনা গিয়েছিল মুকুলকে। কৃষ্ণনগর পৌরসভায় বসে বিজেপি জিতবে, তৃণমূল পর্যুদস্ত হবে বলে ভবিষ্যদ্বাণী করতে শোনা গিয়েছিল তাঁকে। তাতে অস্বস্তি বেড়েছিল তৃণমূলের। তার পরই মুকুলের সুস্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
মুকুলের সুস্থতা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেও
ছেলে শুভ্রাংশুই সেই সময় জানিয়েছিলেন, মুকুলের অসুস্থতার কথা। এ বারও বিজেপি-তে প্রত্যাবর্তনের আগে সটান দিল্লি উড়ে গিয়েছেন। কিন্তু সেখানে বসে বাংলায় নির্বাচনী রণকৌশলের কথা বলতে গিয়ে, প্রতিপক্ষ হিসেবে তাঁর মুখে সবার আগে উঠে এল সিপিএম-এর নাম। শোনা গেল কংগ্রেসের উল্লেখও। সব শেষে তৃণমূলের নাম নিলেন। তাঁর বক্তব্য, “বাংলায় যদি সার্বিক ভাবে CPM এবং কংগ্রেসের বিরুদ্ধে দল করতে হয়, তৃণমূলের বিরুদ্ধে দল করতে হয়, তাহলে তৃণমূলের বিরুদ্ধেই থাকা উচিত।”