ED Raid: ইডির 'হেভিওয়েট' হানায় শুভেন্দুকে নিশানা কুণালের, তুললেন প্রশ্ন..
Kunal Attacks Suvendu ED:ফের রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এদিন ফের ইডির 'হেভিওয়েট' হানা, কী প্রতিক্রিয়া শাসকদলের তরফে কুণাল ও শশী পাঁজার ?
![ED Raid: ইডির 'হেভিওয়েট' হানায় শুভেন্দুকে নিশানা কুণালের, তুললেন প্রশ্ন.. Municipal Recruitment Scam: Kunal Ghosh Attacks Suvendu Adhikari On ED Raid in Sujit Bose Tapas Roy Subodh Chakraborty ED Raid: ইডির 'হেভিওয়েট' হানায় শুভেন্দুকে নিশানা কুণালের, তুললেন প্রশ্ন..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/fa253074555efce975fd107c69a7a4af1705045439798484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে এমনিতেই একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযানে জেরবার শাসকদল (TMC)। শুক্রবার সেই পারদ চড়ল আরও একবার। কারণ ফের রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে এদিন ফের ইডির 'হেভিওয়েট' হানা। এবার প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা (Kunal Ghosh and Sashi Panja)।
এদিন কুণাল ঘোষ বলেন, 'সারদা-নারদার অভিযুক্ত, কেন শুভেন্দুর বাড়িতে অভিযান চালাচ্ছে না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য, তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে। রাজনীতিতে বিজেপি পারছে না। তাই এইভাবে এজেন্সিকে নামানো হচ্ছে, মানুষ সেটা ধরছে পারছে না।' পাশাপাশি এদিন তৃণমূল নেত্রী শশী পাঁজা বলেন, 'আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে। এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে।এটা জলের মতো স্পষ্ট।'
উল্লেখ্য, আজ স্বামী বিবেকানন্দের ( Swami Vivekananda Birth Anniversay ) ১৬২-তম জন্মদিন। এদিন একটু আগে শুভেন্দু তোপ দেগে বলেছেন, 'আজকের পুণ্য দিনে, ভোর ভোর বেরিয়ে পড়েছে ইডি।' আর এবার পাল্টা নিশানা করলেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। তিনি বললেন,' স্বামীজি বলেছিলেন নিজের ব্যক্তিত্ব তৈরি করো।এবং ভাল মানুষ হও। কিছু একটা ঘটনা হলে, তার থেকে আমি ফায়দা নেব, এই মানসিকতা থাকলে ব্যক্তিত্ব তৈরি হয় না বলে কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী।'
এদিন ইডি-র আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে পৌঁছে যান। পাশাপাশি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও শুক্রবার সকালে পৌছে যায় ইডি। উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, মন্ত্রী সুজিত বসুর বাড়িতে দায়িত্বে থাকা কর্মচারী ও কেয়ারটেকাররা প্রথমে দরজা খুলতে চাননি। ইডি-র আধিকারিকরা তা নিয়ে উষ্মা প্রকাশ করেন। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও, কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এই প্রশ্ন তোলেন ইডি-র আধিকারিকরা। তা নিয়ে দু'পক্ষের মধ্যে বাদানুবাদও চলে কিছুক্ষণ। শেষ পর্যন্ত সকাল সাতটা বাজার কয়েক মিনিট আগে মন্ত্রী সুজিত বসুর দুটি বাড়ির দরজাই খুলে দেওয়া হয়। ঘরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি-র আধিকারিকরা।
আরও পড়ুন, 'ব্যাগ গোছাতে শুরু করুন, শীতের জিনিসও রাখবেন', ED-হানায় প্রতিক্রিয়া শুভেন্দুর
কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশিতে কম্পিউটারে একটি ফোল্ডার পেয়েছিলেন তাঁরা। তাতে কাদের কাছে কত টাকা গেছে, সেই সংক্রান্ত কোডনেমের তালিকা ছিল। ইডি সূত্রে দাবি, অয়ন শীলকে জেরায় সেই কোডনেম ক্র্যাক করতে গিয়েই উঠে এসেছে সুজিত বসুর নাম।প্রসঙ্গত, এর আগে পুর নিয়োগ দুর্নীতির মামলায় গত ৫ অক্টোবর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মধ্যমগ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে গত ৮ অক্টোবর পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হানা দিয়ে সাড়ে ৯ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। নতুন বছরেও মমতা-মন্ত্রিসভার আরও এক সদস্যের বাড়িতে হানা দিল ইডি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)