Murshidabad News: দেখানো হল না চিকিৎসক, শিয়ালদামুখী 'ট্রেনের ধাক্কায়' মৃত্যু মুর্শিদাবাদের বাসিন্দার
Murshidabad Accident:বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের।
মুর্শিদাবাদ: বহরমপুর কোর্ট স্টেশন (Berhampore Court Station Area) চত্বরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কৃষকের (Accident)। বছর বিয়াল্লিশের মৃত ওই ব্যক্তির নাম সাইদুল সেখ। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় বহরমপুর কোর্ট স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে।
মৃত ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের ডোমকল থানার দাসের চকে। পেশায় কৃষিজীবী। মৃত ব্যক্তির দাদা শাজাহান শেখ জানিয়েছেন, তারা দুই ভাই ও তার ছেলে তিনজনে মিলে কলকাতায় ডাক্তার দেখাতে যাওয়ার জন্য ডোমকল থেকে বহরমপুর কোর্ট স্টেশনে এসেছিলেন। স্টেশন চত্বরে এসে এক নম্বর প্লাটফর্ম থেকে লাগেজ নিয়ে সাইদুল দুই নম্বর প্লাটফর্মে আসছিলেন রেললাইন ধরে। সেই সময় লালগোলার দিক থেকে শিয়ালদা যাওয়ার একটি রেলের ইঞ্জিন তাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিন্ন ভিন্ন হয়ে যায় সাইদুলের দেহ। রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। তবে কীভাবে স্টেশন চত্তরের মধ্যে রেললাইন ধরে প্ল্যাটফর্ম পারাপার করছিলেন তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
সম্প্রতি প্রাণঘাতী দুর্ঘটনার মুখোমুখী হয়েছিল রাজ্য (Road Accident)। ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হল ২ বাইক আরোহীর। পুলিশ সূত্রে খবর, ২ জনই কিশোর। বয়স ১৫-১৬-র মধ্য়ে। বাড়ি খিদিরপুরে। ২ জনই এ বছর মাধ্য়মিক দিয়েছে। কারও মাথাতেই হেলমেট ছিল না। লাইসেন্স ছাড়াই রাতের শহরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল তারা। পুলিশ সূত্রে খবর, রাত আড়াইটে নাগাদ, আলিপুরের উত্তীর্ণর কাছে বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তাতেই ছিটকে পড়ে ২ কিশোর। তাদের আশঙ্কাজনক অবস্থায় SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। পরে তাঁকে আটক করে হেস্টিংস থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকেও।
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
কলকাতা থেকে জেলা, পথদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। প্রায় প্রতিদিনই সামনে আসছে দুর্ঘটনায় কোনও না কোনও মৃত্য়ুর খবর। আর তা নিয়ে ফের প্রশ্নের মুখে প্রশাসনের যান-শাসন। গত রবিবার রাতে দমদম পার্কে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৪ জনের। তারপর এক সপ্তাহও কাটেনি। রাতের শহরে ফের প্রাণঘাতী দুর্ঘটনা। ট্রাকের ধাক্কায় মৃত্য়ু হয় ২ বাইক আরোহী কিশোরের। দুজনেই খিদিরপুরের বাসিন্দা। দুজনেই এবছরই মাধ্যমিক দিয়েছে। পুলিশ সূত্রে খবর, দুই কিশোরের কারও মাথায় হেলমেট ছিল না। লাইসেন্স ছাড়াই রাতের শহরে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিল তারা। রাত আড়াইটা নাগাদ, ভবানীপুর ট্রাফিক গার্ডের অফিসের অদূরে, আলিপুরের উত্তীর্ণর কাছে, তাদের বাইকে ধাক্কা মারে একটি ট্রাক। রাস্তাতেই ছিটকে পড়ে ২ কিশোর। SSKM-এর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা দুই কিশোরকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তাঁকে আটক করে হেস্টিংস থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয় ট্রাকটিকেও।