Doctor: ডাক্তারদের হাজিরা দেখবেন আমলারা? 'বিতর্কিত' নির্দেশিকা তাড়াতাড়ি প্রত্যাহার
Doctors Attendance:ডাক্তারদের হাজিরা দেখবেন আমলারা? মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসকের নির্দেশিকা ঘিরেই তৈরি হয় বিতর্ক।
![Doctor: ডাক্তারদের হাজিরা দেখবেন আমলারা? 'বিতর্কিত' নির্দেশিকা তাড়াতাড়ি প্রত্যাহার murshidabad doctor notice attendance controversy begins Doctor: ডাক্তারদের হাজিরা দেখবেন আমলারা? 'বিতর্কিত' নির্দেশিকা তাড়াতাড়ি প্রত্যাহার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/12/01f00a5e50aba3fb86c228b5f352921d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: ডাক্তার (Doctor), নার্স (Nurse) ও স্বাস্থ্যকর্মীরা রোস্টার মেনে ডিউটি করছেন কিনা, তা দেখবেন SDO, BDO-রা। মুর্শিদাবাদ (Murshidabad) জেলা প্রশাসনের এই নির্দেশিকা ঘিরেই চিকিত্সকদের (Doctor) মধ্যে তৈরি হয় ক্ষোভ। বিতর্কের ২৪ ঘণ্টার মধ্যেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করল জেলা প্রশাসন।
কী ঘটেছে?
ডাক্তারদের হাজিরা দেখবেন আমলারা? মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসকের নির্দেশিকা ঘিরেই তৈরি হয় বিতর্ক। যার জেরে, ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা হল নির্দেশিকা। বুধবার, মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে এসডিও, বিডিও-দের জেলার সব হাসপাতাল নিয়মিত পরিদর্শন করে, রিপোর্ট দিতে বলা হয়।
ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা রোস্টার মেনে ডিউটি করছেন কিনা- তা দেখতে বলা হয়। এছাড়াও, হাসপাতালে ওষুধ মজুত আছে কিনা, দেখতে বলা হয় তাও। এই বিজ্ঞপ্তি প্রকাশের পরই ক্ষোভে ফেটে পড়েন চিকিত্সকদের একাংশ। এসডিও-বিডিও-রা কেন খতিয়ে দেখবেন চিকিৎসকদের হাজিরা? মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলেন চিকিত্সকদের একাংশ।
আরও পড়ুন, বর্ষীয়ান চিকিৎসককে হুমকি, 'কুকথা'; নির্মল মাজির বিরুদ্ধে মমতার কাছে অভিযোগ
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস ডক্টরস এর সাধারণ সম্পাদক মানস গুমটা বলেন, "স্বাস্থ্য দফতর বারবার চাইছে ডাক্তারদের মাথার ওপর আমলা বসাতে। চিকিত্সক প্রশাসক তো রয়েইছে।"
নির্দেশিকা বিতর্কে সাফাই নির্মল মাজির। তিনি বলেন, "আমি মালদায় গিয়ে দেখি কেউ নেই। মুর্শিদাবাদে কাজ করছে। সেখানে তাই নির্দেশ বাতিল করা হয়েছে।" সব মিলিয়ে বিজ্ঞপ্তি ঘিরে মুর্শিদাবাদে ছড়িয়েছে উত্তাপ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)