Duare Sarkar Chips Packet : সাড়া ফেলেছে 'দুয়ারে সরকার', 'লক্ষ্মীর ভাণ্ডার' চিপসের প্যাকেট, শুরু রাজনৈতিক তরজাও
Chips Controversy : রাজনৈতিক চাপানউতোরে অবশ্য মন নেই ডোমকলের মানুষের। তাঁদের মন মজেছে চিপসে।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : দুয়ারে সরকার (Duare Sarkar), লক্ষ্মীর ভাণ্ডার (Lakhsmi Bhandar) নামে চিপসের প্যাকেট (Chips Packet)। মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলে (Domkal) যা বিপুল সাড়া ফেলেছে। সঙ্গে রয়েছে আবার উপহারও (Gift)। কিন্তু ডোমকলের মানুষ যখন চিপসে মজে, তখন তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা (Political Tussle)।
রঙচঙে প্যাকেট ভর্তি চিপস। তার কোনওটার মোড়কে লেখা লক্ষ্মীর ভাণ্ডার। কোনওটায় আবার লেখা দুয়ারে সরকার। মুর্শিদাবাদের ডোমকলে সরকারি প্রকল্পের নাম লেখা চিপসই নাকি নামী কোম্পানির সঙ্গে রীতিমতো টেক্কা দিচ্ছে। সরকারি প্রকল্পের নামের জনপ্রিয়তা তো আছেই, ছোটোদের কাছে চাহিদা আরও বাড়িয়েছে প্যাকেটের ভেতরে থাকা বিশেষ উপহার। স্থানীয় বিক্রেতারা বলেছেন, চাহিদা বেড়েছে। গিফট দিচ্ছি বলে বাচ্চারাও খাচ্ছে। এভাবে প্যাকেটে প্রকল্পের নাম থাকায় লোকজনের মধ্যে যথেষ্ট উৎসাহ রয়েছে এই চিপসের প্যাকেটগুলো কেনারও।
এদিকে, সরকারি প্রকল্পের নাম লেখা চিপসের প্যাকেট নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুর্শিদাবাদের কংগ্রেস (Congress) মুখপাত্র জয়ন্ত দাস বলেছেন, 'রাজ্য সরকার চটকদারি রাজনীতি করছে। পশ্চিমবঙ্গে চিপস কোম্পানিও চটকদারি বিজ্ঞাপন দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট টানার চেষ্টা করছে। চিপস কোম্পানিগুলো অফার দিচ্ছে, টাকা দিচ্ছে।' যদিও শাসকদলের পক্ষ থেকে অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের তৃণমূল নেতা (TMC) অশোক দাস বলেছেন, 'দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার যে বিপুলভাবে জনপ্রিয় হয়েছে। চিপসের প্যাকেট তারই প্রমাণ। ব্যবসায় কিসে শ্রীবৃদ্ধি হবে তারা জানে। বিরোধীদের চালচুলো নেই।'
রাজনৈতিক চাপানউতোরে অবশ্য মন নেই ডোমকলের মানুষের। তাঁদের মন মজেছে চিপসে।
এই মুহূর্তে রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। কয়েকটি নতুন পরিষেবাও যুক্ত হয়েছে সেখানে। যেগুলি হল-
- কৃষি দফতরের কৃষাণ ক্রেডিট কার্ড
- ফিশারিজ দফতরের মৎসজীবী ক্রেডিট কার্ড
- এমএসএমই দফতরের আর্টিসান ক্রেডিট কার্ড
- তাঁতশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড
- পঞ্চায়েত দফতরের এসইচজি ক্রেডিট লিঙ্কেজ
আরও পড়ুন- ফের দুয়ারে সরকার, কী কী পরিষেবা পাবেন ? কীভাবে পাবেন