Murshidabad Accident : বিশ্বকর্মা পুজোর দিনে দুর্ঘটনা, হরিহরপাড়ায় নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল তিন শ্রমিকের
Viswakarma Puja : চারজনকে হাসপাতালে নিয়ে গেলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অপর একজন গুরুতর অসুস্থ।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : বিশ্বকর্মা পুজোর (Viswakarma Puja) দিনে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হল তিন শ্রমিকের। আরও এক শ্রমিককে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সকালে মুর্শিদাবাদ (Murshidabad) হরিহরপাড়ার মাদারতলা এলাকায় রজব শেখের বাড়িতে নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে বাঁশের ভাড়া খুলতে যান এক শ্রমিক। সেইসময় পাঁচিল ধসে তিনি চাপা পড়েন। তাঁকে উদ্ধার করতে নামেন বাকি তিন শ্রমিক। তাঁরাও জখম হন। চারজনকে হাসপাতালে নিয়ে গেলে, তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctors)। অপর একজন গুরুতর অসুস্থ। যে ঘটনায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। মৃত ৩ শ্রমিক রজব আলি, মনিরুল শেখ এবং মাজু শেখ হরিহরপাড়ার বাসিন্দা।
কিছুদিন আগেই হুগলির সিঙ্গুরে নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত্যু হয়েছিল দুই শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটে রতনপুরে। সেপটিক ট্যাঙ্ক তৈরি হয়েছিল কয়েকমাস আগে। বাঁশের ভারা খুলতে সেপটিক ট্যাঙ্কের ভিতরে নামেন গণেশ মান্না ও সুব্রত দাস নামে দুই শ্রমিক। সেখানেই তাঁদের মৃত্যু হয়। পরে দমকল কর্মীরা এসে তাঁদের দেহ উদ্ধার করে। গণেশের বাড়ি সিঙ্গুরে, সুব্রত ধনেখালির বাসিন্দা। বিষাক্ত গ্যাসেই তাঁদের মৃত্যু হয়েছে বলে দমকলের অনুমান।
গত বছর বোমা বিস্ফোরণে (Bomb Blast) ফের কেঁপে উঠেছিল পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) দাঁতনের (Danton) পুন্দড়া গ্রাম। রাতে তৃণমূল (TMC) সমর্থকের বাড়ির পেছনে সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে রাখা ছিল বোমা। আর সেই বোমা হঠাৎই ফেটে এই বিস্ফোরণ, বলে খবর। যে ঘটনায় বাড়ি মালিককে গ্রেফতার করে পুলিশ (Police)।
আরও পড়ুন- ফের নিম্নচাপের আশঙ্কা, চলতি সপ্তাহে কবে কবে উথাল-পাথাল বৃষ্টি?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন